রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউস থেকে ট্যুইটারে পোস্ট করা হয়েছে একটি ভিডিও। যেখানে পরমব্রত অভিনীত বিভিন্ন ছোট ক্লিপ জোড়া হয়েছে। লেখা হয়েছে, 'তোমার অভিনয়ে তুমি আমাদের মুগ্ধ করেছো বারবার। তোমার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তোমার অভিনয়ের মতোই সুন্দর, যা থেকে যায় মনে। ভালো কাটুক তোমার প্রতিটি দিন। শুভ জন্মদিন।'
অভিনেতা-রাজনীতিবিদ সোহম চক্রবর্তী তাঁর সঙ্গে পরমব্রতর একটি পুরনো ছবি দিয়ে লিখলেন, 'শুভ জন্মদিন ভাই।' ছবিতে দেখা যাচ্ছে, চায়ের দোকানে বসে তাঁরা আড্ডা দিচ্ছেন কাজের ফাঁকে।
প্রযোজক রানা সরকার জন্মদিনের পার্টির ছবি দিয়েছেন। 'বার্থ ডে বয়'-এর সঙ্গে সেখানে উপস্থিত শ্রীজাত, প্রিয়াঙ্কা সরকার, সৃজিত মুখোপাধ্যায় প্রমুখ। সঙ্গে লিখলেন, 'জন্মদিনের সন্ধ্যা। পায়েস, কেক, ফিস ফ্রাই, ফিস ওরলি, মটন সিঙাড়া, মটন ডেভিল, কোল্ড ড্রিঙ্কস, চা, কফি এবং আরও অনেক কিছু।'
ঋতুপর্ণা সেনগুপ্ত ফেসবুকে দু'জনের একটি ছবি পোস্ট করে লিখলেন নায়ককে শুভেচ্ছা জানালেন। লিখলেন, 'জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা পরমব্রত।'
আবীর চট্টোপাধ্যায় লিখলেন, 'শুভ জন্মদিন কমরেড। অনেক ভালবাসা। আরও কাজ করো। কাজের জন্য আরও আরও প্রশংসা কুড়াও।'
পাওলি দাম পরমব্রতর সঙ্গে ছবি দিয়ে লিখলেন, 'সব থেকে সুন্দর বছর কাটাও পরমব্রত।'