পঙ্কজের কন্যা নায়াব উধাস ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে বাবার শেষকৃত্যের কথা জানিয়েছেন৷ মুম্বইয়ের ওরলি শ্মশানে গায়কের শেষকৃত্য সম্পন্ন হবে। মঙ্গলবার পঙ্কজের মুম্বইয়ের বাসভবনে নিয়ে যাওয়া হল তাঁর দেহ। তার পরেই শুরু হবে তাঁর শেষকৃত্যের নিয়মকানুন। যে যানবাহনে পঙ্কজের দেহ শায়িত, আপাদমস্তক সেটি সাদা ফুলে মোড়া। সেটির সঙ্গেই রয়েছে পঙ্কজের কাছের মানুষেরা।
advertisement
আরও পড়ুন: কীভাবে মৃত্যু হল পঙ্কজ উধাসের? কোন অসুখে ভুগছিলেন পদ্মশ্রী গজল কিং! জানুন সব ঘটনা
আরও পড়ুন: ‘অন্তিম বিদায়’-এর পথে গজল কিং, কোথায়-কখন হবে পঙ্কজ উধাসের শেষকৃত্য? শোকস্তব্ধ দেশ
দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন পঙ্কজ। তবে অনেকদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন পদ্মশ্রী প্রাপ্ত সঙ্গীতশিল্পী। সেই কারণে কোনও পার্টি বা অনুষ্ঠানে বিশেষ দেখা যেত না তাঁকে। বয়সজনিত নানা ধরনের শারীরিক সমস্যাতেও ভুগছিলেন। সূত্রের খবর, কয়েক মাস আগে ক্যানসার ধরা পড়ে শিল্পীর৷ কিন্তু শেষরক্ষা হল না৷ সুরের মায়া কাটিয়ে না ফেরার দেশে পঙ্কজ৷