রবিবার অনুরাগীদের বিশেষ চমক দিলেন পঙ্কজ। অটলের বেশে তাঁকে ঠিক কেমন দেখাবে, এ বার সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল। ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি দিয়েছেন পঙ্কজ। কাঁচা-পাকা চুল, গোঁফ-দাড়ি বিহীন মুখ, চোখে চশমা- প্রথম ঝলকেই ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর কথা মনে করিয়ে দিয়েছেন পঙ্কজ। তাঁকে দেখে মুগ্ধ অনুরাগীরা। অনেকেই অটলের সঙ্গে তাঁর চেহারার সাদৃশ্য খুঁজে পেয়েছেন।
advertisement
আরও পড়ুন: বক্স অফিসে ব্যর্থ একের পর এক ছবি, অভিনয় থেকে কি তবে অব্যাহতি রণবীরের
আরও পড়ুন: আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয় তুনিশাকে? গ্রেফতার প্রেমিক সিজান খান
অটল বিহারী বাজপেয়ীর জীবনের নানা দিককে পর্দায় তুলে ধরবে এই ছবি। জীবনীচিত্রটি পরিচালনার দায়িত্বে রবি যাদব। চিত্রনাট্য লিখেছেন উৎকর্ষ নৈথানি। ছবিটির সঙ্গীত পরিচালক সেলিম-সুলেমান। ছবির মোশন পোস্টারে ইতিমধ্যেই সোনু নিগমের কণ্ঠ শোনা গিয়েছে।
ভনশালী লিমিটেড স্টুডিয়োজ এবং লেজেন্ড স্টুডিয়োজের যৌথ প্রযোজনায় ছবিটি তৈরি। আগামী বছরের ডিসেম্বরে মুক্তি পাবে 'ম্যায় অটল হুঁ'।