একটি অন্য পোস্টে তিনি লেখেন, “গত কয়েক ঘণ্টায় শারীরিক কিছু সমস্যা অনুভব করছিলাম, যার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এখন আমি অনেকটাই সুস্থ। সকলের ভালোবাসা, উদ্বেগ ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞ।”
আরও জানান, “তোমাদের সমর্থন আমার কাছে অনেক কিছু। খুব শীঘ্রই ফিরে আসব। ততদিন আমার কথা মনে রেখো।”
advertisement
মাছ তো নয়, ‘মহৌষধ’! ভিটামিন D ভরপুর… খেলেই গলবে মেদ! সুগার, প্রেশার, অবসাদ নিমেষে উধাও!
বিরাট ষড়যন্ত্র! পহেলগাঁও জঙ্গি হামলার ছক সাজিয়েছিল কে? গোয়েন্দা রিপোর্টে ফাঁস ভয়ঙ্কর তথ্য!
কে এই আসিফ খান?
‘পঞ্চায়েত’-এ গনেশ চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান আসিফ খান। এই জনপ্রিয় সিরিজে জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, চন্দন রায়, ফয়সাল মালিক এবং সানভিকা-সহ আরও অনেকে অভিনয় করেছেন।
‘পাতাল লোক’ সিরিজের প্রথম সিজনে ‘কবীর এম’-এর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই ক্রাইম থ্রিলার সিরিজে দেখা গিয়েছে জয়দীপ আহলাওয়াত, গুল পনাগ, নীরজ কবি, স্বস্তিকা মুখার্জি, ইশ্বক সিং, অভিনয় ব্যানার্জি ও নিহারিকা লীরা দত্তকে।
নেটফ্লিক্সের ‘জামতারা – সবকা নম্বর আয়েগা’ সিরিজে অনাস আহমদ চরিত্রে ছিলেন আসিফ। অভিনয় জীবনের শুরুতে তিনি ‘রেডি’ (২০১১) ও ‘অগ্নিপথ’ (২০১২)-এর মতো সিনেমায় জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেন। পরে ‘টয়লেট: এক প্রেম কথা’ (২০১৭), ‘পাগলৈত’ (২০২১), ‘কাকুড়া’ (২০২৪)-এর মতো ছবিতেও তাঁকে দেখা গেছে। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ‘দ্য ভূতনি’ নামের হরর-কমেডি ছবিতেও তিনি ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আগামী কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন বলে জানা গিয়েছে।