প্রত্যুষাও মঙ্গলবার পল্লবীকে নিয়ে একটি পোস্ট করেন যা ফের নেটিজেনকে আবেগপ্রবণ করে তুলেছে। পল্লবীর সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করে প্রত্যুষা লিখেছেন, "আমি জানি তুই আমার সঙ্গেই আছিস। প্রতিদিন আমি তোকে মিস করি। ইশ আমি যদি তোকে জড়িয়ে তোর সব যন্ত্রণা নিয়ে নিতে পারতাম! একবার যদি শেষবারের জন্য তোকে জড়িয়ে ধরতে পারতাম। আমি তোকে চলে যেতে দিতামই না।"
advertisement
প্রত্যুষা সেই পোস্টে আরও লিখছেন, "ইশ যদি আমরা একসঙ্গে বুড়ো হতে পারতাম, যেমনটা আমরা পরিকল্পনা করেছিলাম। ইশ এটা যদি এখনও খারাপ একটা স্বপ্ন হতো যেটা ঘুম ভাঙলেই ভেঙে যেতো। আমার একটা অংশ তোর সঙ্গে চলে গিয়েছে। আর একটা অংশ তোকে এখানে রেখে দিয়েছে। আমি সবাইকে বলব আমাদের গল্প। আমি বলব, আমি কতটা গর্বিত তোকে নিয়ে এই টুকু বয়সে এত সাফল্য অর্জন করার জন্য। আমাদের আবার যতদিন না দেখা হচ্ছে, এটুকু জানিস, আমি তোকে ভালবাসি। সব সময় বাসবো। তোর ঈষা।"
আরও পড়ুন- শরীর জুড়ে ২৩-২৪ ইঞ্চির ক্ষত, হাঁটতেও কষ্ট হতো! ক্যানসার নিয়ে স্মৃতিচারণ সোনালির
প্রসঙ্গত, গত ১৬ মে গড়ফার গাঙ্গুলিপুকুরের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় পল্লবীর দেহ। ঘটনাটি গোটা টলিপাড়ার কাছে একটি বড় ধাক্কার মতো আসে। পল্লবী তাঁর বয়ফ্রেন্ড সাগ্নিক চক্রবর্তীর সঙ্গে লিভ-ইন করতেন। ঘটনার পরে পল্লবীর পরিবার সাগ্নিকের বিরুদ্ধে খুনের অভিযোগ আনেন। তাকে গ্রেফতার করা হয়। ঘটনার ধোঁয়াসা এখনও কাটেনি। পুলিশ তদন্ত করছে।