Sonali Bendre : শরীর জুড়ে ২৩-২৪ ইঞ্চির ক্ষত, হাঁটতেও কষ্ট হতো! ক্যানসার নিয়ে স্মৃতিচারণ সোনালির
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Sonali Bendre : সোনালিও নিয়মিত আপডেট দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। নিউ ইয়র্কে চিকিৎসা চলেছিল তাঁর।
#মুম্বই: সোনালি বেন্দ্রের ক্যানসার ধরা পড়েছিল ২০১৮-য়। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই খবর প্রকাশ করেছিলেন। তার পর থেকেই শুরু হয়েছিল তাঁর লড়াই। নেটিজেনরা সব সময়ে নজর রেখেছেলিন বলিউডের অভিনেত্রীর শারীরিক অবস্থার উপরে। সোনালিও নিয়মিত আপডেট দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। নিউ ইয়র্কে চিকিৎসা চলেছিল তাঁর। আপাতত তিনি সুস্থ হয়ে দেশে। দ্রুত ক্যানসার ধরা পড়ায় এই লড়াইয়ে তিনি জয়ী হতে পেরেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যানসার নিয়ে কথা বললেন সোনালি। জানালেন, ক্যানসারের সময়ে অস্ত্রোপচারে শরীরে ২৩-২৪ ইঞ্চির ক্ষত তৈরি হয়েছে। সোনালি বলছেন, "সার্জারির পরে আমার চিকিৎসক বলেছিলেন, আমি চাই ২৪ ঘণ্টার মধ্যে তুমি হাঁটো। ২৪ ঘণ্টার মধ্যে আমি কোনও মতে করিডোর পর্যন্ত হেঁটে গেলাম। খুব কঠিন ছিল কারণ আমার শরীরে ২৩-২৪ ইঞ্চির একটা ক্ষত ছিল।"
advertisement
advertisement
advertisement
ক্যানসারের সঙ্গে পাঞ্জা লড়ার সময়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে ছিলেন তাঁর স্বামী গোল্ডি বেহেল। সোনালি ও গোল্ডির মতে, তাঁদের জীবনে দুটি অধ্যায়। একটি হল ক্যানসারের আগে। আর একটি ক্যানসারের পরে।
advertisement
অভিনেত্রীর কথায়, "সব কিছু থেকেই কিছু শেখা যায়। এটা থেকেও শিখি। যদি এমন যাত্রা থেকে কিছু না শেখা যায় তাহলে তা সত্যিই দুঃখের বিষয়।" সোনালি ক্যানসার জয় করার পরে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নিজের শারীরিক অবস্থা নিয়ে নানা পোস্ট করেন যা মানুষকে অনুপ্রাণিত করে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 25, 2022 7:51 PM IST