TRENDING:

পাকিস্তানে যেতে বাধা সলমনের ‘টিউবলাইট’ !

Last Updated:

ইদেই মুক্তি পেতে চলেছে সলমনের নতুন ছবি ‘টিউবলাইট’ ৷ আর এই ছবি নিয়ে শোরগোলে মেতে উঠেছে গোটা দেশ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ইদেই মুক্তি পেতে চলেছে সলমনের নতুন ছবি ‘টিউবলাইট’ ৷ আর এই ছবি নিয়ে শোরগোলে মেতে উঠেছে গোটা দেশ ৷ তার ওপর সম্প্রতি ‘টিউবলাইট’ ছবির প্রচারে এসে, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে মন্তব্য করে শিব সেনার কু-নজরে পড়েছেন সলমন খান ৷
advertisement

তবে এবার সলমন নয়, বরং পাকিস্তানে সলমনের ‘টিউবলাইট’ ছবির মুক্তি নিয়ে শুরু হয়েছে জলঘোলা ! খবর অনুযায়ী, পাকিস্তানের ফিল্ম ডিস্ট্রিবিউটাররা কিছুতেই চাইছেন না পাকিস্তানে সলমনের এই ছবিকে মুক্তি দিতে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

ইন্ডিয়ান ফিল্ম এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিরাচন্দ দন্দ জানান, ‘পাকিস্তানের লোকাল ডিস্ট্রিবিউটার অগ্রাহ্য করছে সলমনের এই ছবিকে ৷ তাঁরা কিছুতেই চাইছে না টিউবলাইটের মতো বড় মাপের ছবি মুক্তি পাক পাকিস্তানে ৷ এমনকী, পাকিস্তানে সলমন খানের প্রচুর ফ্যান রয়েছে ৷ তা সত্ত্বেও এই ধরণের আচরণ অবাক করার মতো ৷’ তবে ফিল্ম বিশেষজ্ঞরা মনে করছেন, বারত-পাকিস্তান সম্পর্কের জন্য নয়, বরং ডিস্ট্রিবিউশনের খরচাই এক্ষেত্রে একমাত্র অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
পাকিস্তানে যেতে বাধা সলমনের ‘টিউবলাইট’ !