TRENDING:

প্যাডম্যানের বাজিমাত, প্রথমদিনে ব্যবসা ১০ কোটি ২৬ লাখ টাকা

Last Updated:

বাজিমাত প্যাডম্যানের। প্রথম দিনে অক্ষয় কুমারের ছবি ব্যবসা করল দশ কোটি ছাব্বিশ লাখ টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বাজিমাত প্যাডম্যানের। প্রথম দিনে অক্ষয় কুমারের ছবি ব্যবসা করল দশ কোটি ছাব্বিশ লাখ টাকা। অক্ষয়ের অভিনয় উপভোগ করেছেন দর্শক। তামিলনাড়ুর অরুণাচলম মুরুগানানথামের জীবনী নিয়ে ছবিটি পরিচালনা করেছে আর বালকি।
advertisement

সঞ্জয় লীলা বনশালীর অনুরোধে ছবি মুক্তি পিছিয়ে দিয়েছিলেন অক্ষয় কুমার। তখন থেকেই দর্শকরা প্রতিক্ষায় ছিল কবে আসতে চলেছে প্যা়ডম্যান। অবশেষে শুক্রবার মুক্তি পেল অক্ষয় কুমারের ছবি। প্রথম দিনেই ছবি দেখে মুগ্ধ দর্শক। ঝুলিতে এল দশ কোটি ছাব্বিশ লাখ টাকা। আগামী দিনে এই ব্যবসা আরও বাড়বে বলে মনে করছেন পরিচালক R বালকি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তামিলনাড়ুর অরুণাচলম মুরুগানানথামের জীবন নিয়েই তৈরি হয়েছে প্যা়ডম্যান। যিনি স্বল্প মূল্যে প্রত্যন্ত গ্রামের মেয়েদের স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিতেন। ছবিতে চরিত্রটি করেছেন অক্ষয় কুমার। এ ছাড়াও আছেন রাধিকা আপ্তে ও সোনম কপুর। ছবি প্রথমদিনের সাফল্য প্রমাণ, আরও একটা হিট পেতে চলেছেন খিলা়ড়ি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
প্যাডম্যানের বাজিমাত, প্রথমদিনে ব্যবসা ১০ কোটি ২৬ লাখ টাকা