TRENDING:

Padma Awards 2024: পদ্মভূষণ পেলেন মিঠুন চক্রবর্তী-উষা উত্থুপ, শিল্পে বিশেষ অবদান, বাংলা থেকে আর কারা পেলেন পদ্ম পুরস্কার, জানুন

Last Updated:

Padma Awards 2024: পদ্মভূষণ সম্মান পেলেন বাংলার জনপ্রিয় অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী৷ ২২ এপ্রিল সোমবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান পুরস্কার গ্রহণ করেন মিঠুন চক্রবর্তী৷ বাংলার স্বনামধন্য গায়িকা উষা উথুপকেও দেওয়া হয়েছে পদ্মভূষণপুরস্কার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: চলচ্চিত্রে একাধিক অবদানের পর পদ্মভূষণ পুরস্কার পেলেন বাংলার জনপ্রিয় অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী৷ ২২ এপ্রিল সোমবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান পুরস্কার গ্রহণ করেন মিঠুন চক্রবর্তী৷ শিল্পকলার জন্য মিঠুন চক্রবর্তীকে এই পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে৷
পদ্মভূষণ পেলেন মিঠুন চক্রবর্তী-উষা উত্থুপ (ছবি সৌজন্যে-ANI)
পদ্মভূষণ পেলেন মিঠুন চক্রবর্তী-উষা উত্থুপ (ছবি সৌজন্যে-ANI)
advertisement

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উপস্থিত ছিলেন৷ সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছিল কেন্দ্র৷ যার মধ্যে পদ্মশ্রী পুরস্কার প্রাপকের তালিকায় ছিলেন বাংলার ৪ জন৷

বাংলার স্বনামধন্য গায়িকা উষা উত্থুপকেও দেওয়া হয়েছে পদ্মভূষণ। মিঠুন চক্রবর্তী ছাড়াও বাংলা থেকে এবছর পদ্ম সম্মান পাচ্ছেন আরও চার বাঙালি৷ তাঁরা হলেন পুরুলিয়ার আদিবাসী পরিবেশকর্মী দুখু মাজি এবং ছৌ নাচের মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর। যদিও নেপাল ২০২৩ সালে প্রয়াত হয়েছেন। তিনি মরণোত্তর সম্মান পাবেন।

advertisement

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

advertisement

পদ্মভূষণ পেয়ে আপ্লুত অভিনেতা মিঠুন চক্রবর্তী, তিনি জানান, আমি খুব খুশি৷  আমি আমার জীবনে কারোর কাছে নিজের জন্য কিছু চাইনি। আমি যখন ফোন পেলাম যে আপনাকে পদ্মভূষণ দেওয়া হচ্ছে, আমি এক মিনিটের জন্য নীরব ছিলাম কারণ আমি এটি আশাই করিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

এছাড়াও পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, অভিনেতা চিরঞ্জীবী এবং বৈজয়ন্তীমালাকে। এছাড়া এই তালিকায় রয়েছেন বিন্দেশ্বর পাঠক এবং পদ্মা সুব্রহ্মণ্যম। বিন্দেশ্বর পাঠক মরণোত্তর সম্মান পাবেন। সাধারণতন্ত্র দিবসের আগের রাতে পদ্মপ্রাপকদের নামের তালিকা প্রকাশ করেছিল কেন্দ্র যার মধ্যে ৫ জন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ পেলেন রাষ্ট্রপতি ভবনে৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Padma Awards 2024: পদ্মভূষণ পেলেন মিঠুন চক্রবর্তী-উষা উত্থুপ, শিল্পে বিশেষ অবদান, বাংলা থেকে আর কারা পেলেন পদ্ম পুরস্কার, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল