কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চলতি বছরে মোট ৩৪ জনকে বেছে নেওয়া হয়েছে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করার জন্য। তাঁদের মধ্যে জায়গা পেয়েছেন বীরভূমের ভাদু লোক সঙ্গীত গায়ক রতন কাহার। রতন কাহারকে পদ্মশ্রী সম্মানের জন্য বেছে নেওয়ার কথা ছড়িয়ে পড়তেই বীরভূমের বাসিন্দাদের মধ্যে আনন্দের সীমা নেই। নেটমাধ্যম থেকে সর্বত্র তাঁর নামের জয়জয় কার। অনেকেই বলছেন, অবশেষে তিনি জীবনের সন্ধিক্ষণে এসে যোগ্য সম্মানটুকু পেলেন।
advertisement
আরও পড়ুন: পদ্মভূষণ সম্মান পেলেন মিঠুন চক্রবর্তী, উষা উথুপ! পদ্ম সম্মানের তালিকায় পুরুলিয়ার দুখু-সহ আরও ৪ জন
আরও পড়ুন: ‘আমি গর্বিত, আমি আনন্দিত’, পদ্মভূষণ পেয়ে আপ্লুত মিঠুন চক্রবর্তী, জানালেন মনের কথা
পদ্মশ্রীর মতো সম্মান পেয়ে খুশি রতন। বর্ষীয়ান শিল্পীর কথায়, “আমি খুব আনন্দিত, খুব গর্বিত।” এমন সম্মান পাওয়ার আগে তিনি যে সাধারণ কয়েকজন মানুষ ছাড়া সেই ভাবে কারও কাছে সম্মান পাননি, সেই বিষয়টিও ক্ষোভের সঙ্গে জানিয়েছেন। রতন কাহারের জীবনে পদ্মশ্রী সম্মান নতুন এক অধ্যায় তৈরি করল বলেই মনে করছেন সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনেরা।
রতন কাহার দীর্ঘকাল ভাদু, টুসু, আলকাপ, ঝুমুরের মতো গান নিয়ে সঙ্গী রচনা এবং পরিবেশন করেছেন। তাঁর রচিত ‘বড়লোকের বিটি লো’ গানটি সবচেয়ে বেশি চর্চিত। এক সময় এই গান নিয়ে চরম বিতর্ক রয়েছে। গানটি নিয়ে বছর কয়েক আগে বিতর্কে জড়িয়ে ছিলেন র্যাপ গায়ক বাদশা। তিনি রতন কাহারের অনুমতি ছাড়াই এই গান ব্যবহার করেছিলেন। যদিও পরবর্তীতে বিষয়টি তার কানে গেলে তিনি ক্ষমা চেয়ে নেন এবং রতন কাহারকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন।
সৌভিক রায়