TRENDING:

Oscars 2023 : অনাথ হাতি রঘুর সঙ্গে তার মানুষ-দোসরদের সম্পর্কেই বাজিমাত! অস্কারের মঞ্চে এ বার 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স

Last Updated:

Oscars 2023 : আসন্ন অস্কারের মঞ্চে ১৫ টি তথ্যচিত্রমূলক স্বল্পদৈর্ঘ্যের ছবির মধ্যে অন্যতম কার্তিকি গঞ্জালভেস পরিচালিত দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তামিল ভাষায় তথ্যচিত্র 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' মনোনীত হল ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে প্রতিদ্বন্দ্বিতার জন্য। আসন্ন অস্কারের মঞ্চে ১৫ টি তথ্যচিত্রমূলক স্বল্পদৈর্ঘ্যের ছবির মধ্যে অন্যতম কার্তিকি গঞ্জালভেস পরিচালিত দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স।
নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত এই ডকু শর্ট ফিল্ম চরম প্রশংসিত হয় দর্শক ও সমালোচক মহলে
নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত এই ডকু শর্ট ফিল্ম চরম প্রশংসিত হয় দর্শক ও সমালোচক মহলে
advertisement

মঙ্গলবার অস্কারের ২৩ টি বিভাগে মনোনয়নগুলি ঘোষণা করেন হলিউড তারকা রিজ আহমেদ এবং অ্যালিসন উইলিয়ামস। অস্কার অনুষ্ঠিত হবে আগামী ১২ মার্চ।

অনাথ হাতির সঙ্গে তার পালকদের সম্পর্কের অটুট বন্ধন ঘিরেই আবর্তিত হয়েছে দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স-এর পটভূমি। শিক্ষা এন্টারটেইনমেন্টের গুণীত মোঙ্গা এবং অচিন জৈন প্রযোজিত এই তথ্যচিত্রের কেন্দ্রে আছেন দক্ষিণ ভারতীয় দম্পতি বোম্মান এবং বেলি।

advertisement

আরও পড়ুন :  আর আর আর-এর জয়জয়কার অব্যাহত, অস্কারের জন্য মনোনীত 'নাটো নাটো' গান

অনাথ হস্তীশাবক রঘুর ভরণপোষণের জন্য জীবন পণ করতেও রাজি এই দম্পতি। নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত এই ডকু শর্ট ফিল্ম চরম প্রশংসিত হয় দর্শক ও সমালোচক মহলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

এখানেই শেষ নয়। ভারতীয়দের জন্য অস্কারের মঞ্চে আরও আশার আলোও রয়েছে। শৌনক সেনের 'অল দ্যাট ব্রিদস'-ও মনোনীত হয়েছে বেস্ট ফিচার ডকুমেন্টারি বিভাগে। এছাড়া তেলুগু ব্লকবাস্টার 'আরআরআর' তো রয়েইছে তার 'নাটু নাটু' গানের জন্য। অস্কারে বেস্ট অরিজিনাল সং বিভাগে মনোনীত হয়েছে এই গানটি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Oscars 2023 : অনাথ হাতি রঘুর সঙ্গে তার মানুষ-দোসরদের সম্পর্কেই বাজিমাত! অস্কারের মঞ্চে এ বার 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল