মঙ্গলবার অস্কারের ২৩ টি বিভাগে মনোনয়নগুলি ঘোষণা করেন হলিউড তারকা রিজ আহমেদ এবং অ্যালিসন উইলিয়ামস। অস্কার অনুষ্ঠিত হবে আগামী ১২ মার্চ।
অনাথ হাতির সঙ্গে তার পালকদের সম্পর্কের অটুট বন্ধন ঘিরেই আবর্তিত হয়েছে দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স-এর পটভূমি। শিক্ষা এন্টারটেইনমেন্টের গুণীত মোঙ্গা এবং অচিন জৈন প্রযোজিত এই তথ্যচিত্রের কেন্দ্রে আছেন দক্ষিণ ভারতীয় দম্পতি বোম্মান এবং বেলি।
advertisement
আরও পড়ুন : আর আর আর-এর জয়জয়কার অব্যাহত, অস্কারের জন্য মনোনীত 'নাটো নাটো' গান
অনাথ হস্তীশাবক রঘুর ভরণপোষণের জন্য জীবন পণ করতেও রাজি এই দম্পতি। নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত এই ডকু শর্ট ফিল্ম চরম প্রশংসিত হয় দর্শক ও সমালোচক মহলে।
এখানেই শেষ নয়। ভারতীয়দের জন্য অস্কারের মঞ্চে আরও আশার আলোও রয়েছে। শৌনক সেনের 'অল দ্যাট ব্রিদস'-ও মনোনীত হয়েছে বেস্ট ফিচার ডকুমেন্টারি বিভাগে। এছাড়া তেলুগু ব্লকবাস্টার 'আরআরআর' তো রয়েইছে তার 'নাটু নাটু' গানের জন্য। অস্কারে বেস্ট অরিজিনাল সং বিভাগে মনোনীত হয়েছে এই গানটি।