অস্কারের কার্পেট দিয়ে হেঁটে গেলেন ছবির তারকারা। রামচরণের নাম উচ্চারণ করে উল্লাসধ্বনি শোনা গেল দর্শকাসন থেকে। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না রামচরণ। সংবাদমাধ্যমকে সেখানে দাঁড়িয়েই জানান, ‘‘আমরা এখানে ভারতবর্ষের হয়ে এসেছি, ভারতবর্ষের জন্য এসেছি। আর আমাদের ছবির সুরকার এবং পরিচালককে ধন্যবাদ জানাতে চাই। তাঁদের জন্যেই তো আসা।’’
রামের স্ত্রী উপাসনা কোনিডেলা ৬ মাসের অন্তঃসত্ত্বা। তাঁকে নিয়েই অস্কারে গিয়েছিলেন রামচরণ। প্রথমে জল্পনা শোনা যাচ্ছিল, অস্কারে উপস্থিত থাকার কারণে দেশের বাইরেই উপাসনাকে সন্তানের জন্ম দিতে হবে। কিন্তু সে জল্পনাকে নস্যাৎ করে রাম ও উপাসনা তাঁদের ভক্তদের জানিয়েছেন, তাঁদের সন্তানের জন্ম হবে নিজের দেশের মাটিতেই। অর্থাৎ অস্কারে অংশগ্রহণ করার পর সোজা দেশেই ফিরবেন তাঁরা।
আরও পড়ুন: অস্কারের মঞ্চে নজির ভারতীয়দের, ‘Naatu Naatu’ সেরা অরিজিনাল গানের পুরস্কার
আরও পড়ুন: ফের অস্কার এল ভারতে, পুরস্কৃত হল স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’
কালো রঙের বন্ধগলা কুর্তা পরেছিলেন রাম। সাদা শাড়ি ব্লাউজে সেজেছিলেন উপাসনা। পুরস্কার জেতার আগে সংবাদমাধ্যমকে রাম বলেন, ‘‘সন্তান আমার জীবনে সৌভাগ্য নিয়ে এসেছে।’’ উপাসনার কথায়, ‘‘রামকে সাপোর্ট করতে এসেছি। আরআরআর পরিবারের সদস্য হয়ে এসেছি। জানি না, খুবই ভয় লাগছে, পুরস্কার জিতব কিনা সে সব ভাবছি। কিন্তু এই সমস্ত অভিজ্ঞতাই আসলে বড্ড ভাল।’’
অন্য দিকে কালো উপর সোনালি সুতোর কাজ করা কুর্তা পরেছিলেন আরআরআর ছবির আর এক নায়ক জুনিয়র এনটিআর। তাঁর পোশাকে ভারতের জাতীয় পোশাক। শুধু তা-ই নয়, আরআরআর ছবিতে এই বাঘের সঙ্গেই বন্ধুত্ব পাতিয়ে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে লড়াই করেছিলেন এনটিআর। সে কথা সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময়ে বুঝিয়ে দিলেন।