এবারের অস্কারে সেরা তথ্যচিত্র বিভাগে ভারত থেকে মনোনীত হয়েছিল বাঙালি পরিচালক সুস্মিত ঘোষ ও রিন্টু থমাসের ছবি ‘রাইটিং উইথ ফায়ার’ (Writing With Fire)। কিন্তু শেষ পর্যন্ত প্রত্যাশা পূরণ হল না। শেষ পর্বে এসে আটকে গেল ‘রাইটিং উইথ ফায়ার’।
এই প্রথম অস্কার পেলেন ৫৩ বছর বয়সি হলিউডের জনপ্রিয় কৃষ্ণাঙ্গ অভিনেতা উইল স্মিথ (Will Smith)। অস্কার হাতে নিয়ে স্টেজে কেঁদে ফেললেন উইল স্মিথ।
advertisement
দেখে নিন এবারের অস্কারে সেরার তালিকা (Oscars 2022 Winners List) –
সেরা সিনেমা: কোডা (CODA)
সেরা পরিচালক: জেন ক্যাম্পিয়ন- দ্য পাওয়ার অফ দ্য ডগ
সেরা অভিনেতা: উইল স্মিথ- কিং রিচার্ড
সেরা অভিনেত্রী: জেসিকা চ্যাস্টেন- দ্য আইজ অব ট্যামি ফায়ে
সেরা সহ-অভিনেতা: ট্রয় কোটসুর - কোডা
সেরা সহ-অভিনেত্রী: আরিনা ডিবোস - ওয়েস্ট সাইড স্টোরি
সেরা এনিমেটেড সিনেমা: এনচ্যান্টো
সেরা মৌলিক গান: নো টাইম টু ডাই
সেরা রূপসজ্জা ও কেশসজ্জা: দ্য আইজ অব দ্য টাম্মি ফায়ে
ভিজ্যুয়াল ইফেক্ট: ডুন (Dune)
সিনেমাটোগ্রাফি: ডুন (Dune)
সম্পাদনা: ডুন (Dune)
প্রোডাকশন ডিজাইন: ডুন (Dune)
শব্দ: ডুন (Dune)
সেরা বিদেশি ছবিঃ ড্রাইভ মাই কার -জাপান
সেরা ডকুমেন্টারি: সামার অব সৌল
শর্ড ডকুমেন্টারি: দ্য কুইন অব বাস্কেটবল
লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য লং গুডবাই
অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য উইন্ডশিল্ড ওয়াইপার
সেরা মৌলিক চিত্রনাট্য: বেলফাস্ট
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: কোডা
অরিজিনাল স্কোর: ডুন (Dune)
কস্টিউম ডিজাইন: ক্রুয়েলা