এই বছর ব্ল্যাক লাইভস ম্যাটার-এর আন্দোলনে এক অন্যতম গুরুত্বপূর্ণ অংশ নিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র৷ অপর দিকে, করোনাভাইরাস মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ব জুড়ে সমগ্র মানবজাতি।
বছরটিকে স্মরণীয় করে রাখতে অ্যাকাডেমি পুরষ্কারবিজয়ী প্রোডাকশন ডিজাইনার হান্না বিচলার দেয়াল, বাড়ির বাইরের অংশ, ছাদ এবং উইন্ডো ফ্রেম-সহ তাঁর সমগ্র বাড়িটিকে কালো রং দিয়ে ভরিয়ে তুলেছেন।
advertisement
নতুনভাবে সাজানো বাড়ির ছবি ট্যুইটারে পোস্ট করেছেন নিউ অরলিয়ান্সের বাসিন্দা বিচলার এবং নেটিজেনদের কাছ থেকে প্রশংসাও কুড়িয়েছেন৷ তাঁর সৃজনশীলতায় মুগ্ধ হয়েছেন সকলেই।
গত ২৭শে নভেম্বর তাঁর বাড়ির ছবিগুলি ট্যুইট করেন বিচলার। অত্যন্ত খুশির সঙ্গে ক্যাপশনে জানান দেন যে তিনি তাঁর বাড়িটিকে কালো রঙে নিমজ্জিত করেছেন৷
এই পোস্টটিতে তার নতুন ভাবে সেজে ওঠা বাড়ির বাইরের তিনটি ছবি ছিল।
ছবিগুলিতে দেখা যায় কী ভাবে কাঠের ক্ল্যাডিং, ছাদ, উইন্ডো ফ্রেম এমনকি দরজার শাটারগুলি থেকে সমস্ত কিছু কালো রঙ করা হয়েছে। বাড়িতে ঢোকার মূল দরজাটি অবশ্য সাদা রাখা হয়েছে। কালো রঙের গুরুত্ব প্রকট করে তোলার জন্যই দরজাটিকে সাদা রেখেছেন বলে জানিয়েছেন বিচলার।
বিচলার একা নন, পেশাদারী চিত্রশিল্পীদের সাহায্যে দুই মাস সময় ধরে এই বাড়ি রং করার কাজ চলেছে৷ তিনি জানিয়েছেন যে এই হাই গ্লস পেন্ট প্রকৃতির আর্দ্রতার সঙ্গে তাল মিলিয়ে তৈরি, ফলে এই রঙ সহজে উঠে যাবে না বা বিবর্ণ হয়ে আসবে না সময়ের সঙ্গে সঙ্গে৷ প্রতিবেশীরা তাঁকে এই বিষয়ে সমর্থন করেছেন বলেও অত্যন্ত খুশি বিচলার৷
পাশাপাশি ফলোয়াররাও লাইকে ভরিয়ে দিয়েছেন তাঁর বাড়ির ছবিটিকে৷ প্রায় ১৬ লক্ষের বেশি লাইক পড়েছে এই পোস্টটিতে৷ কেউ কেউ সরাসরি বাড়িটিকে ভালোবেসে ফেলেছেন বলে কমেন্ট করেছেন। কেউ বা আবার জানিয়েছেন যে মিউজিয়ামে রাখার মতো শিল্পকলার নিদর্শনে পরিণত হয়েছে বিচলারের বাড়ি! তাঁর মতে এটি আদতে বিশুদ্ধ শিল্পের দ্যোতক যা সম্ভবপর হয়ে উঠেছে বাড়ির মালিকের অসামান্য শিল্পবোধ ও প্রতিভার যুগলবন্দিতে।
দেখছেনই তো ছবিগুলো, কেমন লাগছে এই বাড়ি?