TRENDING:

নিজেই বাড়িকে রঙ করে কালো ভূত করলেন অস্কারজয়ী, কেন- জানুন কারণ

Last Updated:

নিজের ইচ্ছাতেই বাড়িতে কালো রঙ ? সে আবার কী...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউইয়র্ক: চলতি বছরের অন্ধকারময়তা ফুটে উঠল অস্কারজয়ী ডিজাইনারের বাড়ির রঙে, দেখলে অবাক হতেই হয়!
advertisement

এই বছর ব্ল্যাক লাইভস ম্যাটার-এর আন্দোলনে এক অন্যতম গুরুত্বপূর্ণ অংশ নিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র৷ অপর দিকে, করোনাভাইরাস মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ব জুড়ে সমগ্র মানবজাতি।

বছরটিকে স্মরণীয় করে রাখতে অ্যাকাডেমি পুরষ্কারবিজয়ী প্রোডাকশন ডিজাইনার হান্না বিচলার দেয়াল, বাড়ির বাইরের অংশ, ছাদ এবং উইন্ডো ফ্রেম-সহ তাঁর সমগ্র বাড়িটিকে কালো রং দিয়ে ভরিয়ে তুলেছেন।

advertisement

নতুনভাবে সাজানো বাড়ির ছবি ট্যুইটারে পোস্ট করেছেন নিউ অরলিয়ান্সের বাসিন্দা বিচলার এবং নেটিজেনদের কাছ থেকে প্রশংসাও কুড়িয়েছেন৷ তাঁর সৃজনশীলতায় মুগ্ধ হয়েছেন সকলেই।

গত ২৭শে নভেম্বর তাঁর বাড়ির ছবিগুলি ট্যুইট করেন বিচলার। অত্যন্ত খুশির সঙ্গে ক্যাপশনে জানান দেন যে তিনি তাঁর বাড়িটিকে কালো রঙে নিমজ্জিত করেছেন৷

এই পোস্টটিতে তার নতুন ভাবে সেজে ওঠা বাড়ির বাইরের তিনটি ছবি ছিল।

advertisement

ছবিগুলিতে দেখা যায় কী ভাবে কাঠের ক্ল্যাডিং, ছাদ, উইন্ডো ফ্রেম এমনকি দরজার শাটারগুলি থেকে সমস্ত কিছু কালো রঙ করা হয়েছে। বাড়িতে ঢোকার মূল দরজাটি অবশ্য সাদা রাখা হয়েছে। কালো রঙের গুরুত্ব প্রকট করে তোলার জন্যই দরজাটিকে সাদা রেখেছেন বলে জানিয়েছেন বিচলার।

বিচলার একা নন, পেশাদারী চিত্রশিল্পীদের সাহায্যে দুই মাস সময় ধরে এই বাড়ি রং করার কাজ চলেছে৷ তিনি জানিয়েছেন যে এই হাই গ্লস পেন্ট প্রকৃতির আর্দ্রতার সঙ্গে তাল মিলিয়ে তৈরি, ফলে এই রঙ সহজে উঠে যাবে না বা বিবর্ণ হয়ে আসবে না সময়ের সঙ্গে সঙ্গে৷ প্রতিবেশীরা তাঁকে এই বিষয়ে সমর্থন করেছেন বলেও অত্যন্ত খুশি বিচলার৷

advertisement

পাশাপাশি ফলোয়াররাও লাইকে ভরিয়ে দিয়েছেন তাঁর বাড়ির ছবিটিকে৷ প্রায় ১৬ লক্ষের বেশি লাইক পড়েছে এই পোস্টটিতে৷ কেউ কেউ সরাসরি বাড়িটিকে ভালোবেসে ফেলেছেন বলে কমেন্ট করেছেন। কেউ বা আবার জানিয়েছেন যে মিউজিয়ামে রাখার মতো শিল্পকলার নিদর্শনে পরিণত হয়েছে বিচলারের বাড়ি! তাঁর মতে এটি আদতে বিশুদ্ধ শিল্পের দ্যোতক যা সম্ভবপর হয়ে উঠেছে বাড়ির মালিকের অসামান্য শিল্পবোধ ও প্রতিভার যুগলবন্দিতে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দেখছেনই তো ছবিগুলো, কেমন লাগছে এই বাড়ি?

বাংলা খবর/ খবর/বিনোদন/
নিজেই বাড়িকে রঙ করে কালো ভূত করলেন অস্কারজয়ী, কেন- জানুন কারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল