TRENDING:

রাত পোহালেই অস্কার !

Last Updated:

ক্যালিফোর্নিয়া সরগরম ৷ আর কয়েক ঘণ্টার অপেক্ষা ৷ তারপরই হলিউডের ডলবি থিয়েটারের দিকে গোটা দুনিয়ার নজর ৷ কার হতে উঠবে সেরা অভিনেতার অ্যাকাডেমি পুরস্কার ? লিও নার্দো ডি ক্যাপরিও নাকি এডি রেডমেনে ? কোন ছবি হবে সেরা ছবি ? রিভিন্যান্ট নাকি দ্য ড্যানিস গার্ল ! জল্পনা-কল্পনা তো চলছেই ৷ ভারতীয় টেলিভিশনে টেলিকাস্ট হবে সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ ৷ তার আগে দেখে নিন, অ্যাকাডেমি পুরস্কারে সেরা তালিকা ৷ মেপে নিন লড়াই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ক্যালিফোর্নিয়া সরগরম ৷ আর কয়েক ঘণ্টার অপেক্ষা ৷ তারপরই হলিউডের ডলবি থিয়েটারের দিকে গোটা দুনিয়ার নজর ৷ কার হতে উঠবে সেরা অভিনেতার অ্যাকাডেমি পুরস্কার ? লিও নার্দো ডি ক্যাপরিও নাকি এডি রেডমেনে ? কোন ছবি হবে সেরা ছবি ? রিভিন্যান্ট নাকি দ্য ড্যানিস গার্ল ! জল্পনা-কল্পনা তো চলছেই ৷ ভারতীয় টেলিভিশনে টেলিকাস্ট হবে সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ ৷ তার আগে দেখে নিন, অ্যাকাডেমি পুরস্কারে সেরা তালিকা ৷ মেপে নিন লড়াই ৷
advertisement

সেরা ছবি

দ্য বিগ শর্ট

ব্রিজ অফ স্পাইস

ব্রুকলিন

ম্যাড ম্যাক্স ফিউরি রোড

দ্য মার্সিয়ান

দ্য রিভিন্যান্ট

রুম

স্পটলাইট

সেরা অভিনেতা

ব্রায়ান ক্র্যাটন, ট্রামম্বো

ম্যাট ডেমন, দ্য মার্সিয়ান

লিও নার্দো ডি ক্যাপরিও, দ্য রিভিন্যান্ট

মাইকেল ফ্যাসবিন্দের, স্টিভ জোবস

এডি রেডমেনে, দ্য ড্যানিস গার্ল

সেরা অভনেত্রী

advertisement

কেট ব্লানচেট, ক্যারোল

ব্রি লারসন, রুম

জেনিফার লরেন্স, জয়

সারলট রামপ্লিং, ৪৫ ইয়ারস

সেরা সহ অভিনেতা

ক্রিশ্চিয়ান বেল, দ্য বিগ শর্ট

টম হার্ডি, দ্য রিভিন্যান্ট

মার্ক রাফালো, স্পটলাইট

মার্ক রাইল্যান্স, ব্রিজ অফ স্পাইস

সিলভাস্টার স্ট্যালোন, ক্রিড

সেরা সহ-অভিনেত্রী

জেনিফার জ্যাসন লেই, দ্য হেটফুল এইট

রুনি মারা, ক্যারোল

advertisement

রাচেল ম্যাকঅ্যাডমস, স্পটলাইট

এলিসিয়া বিকান্দর, দ্য ড্যানিস গার্ল

কেট উইনস্লেট, স্টিভ জোবস

সেরা পরিচালক

অ্যাডাম ম্যাক কে, দ্য বিগ শর্ট

জর্জ মিলার, ম্যাড ম্যাক্স, দ্য ফিউরি রোড

আলজান্দ্রো গোনজালেজ, দ্য রিভিন্যান্ট

টমি উইসেও, রুম

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

টম ম্যাককার্থি, স্পটলাইট

বাংলা খবর/ খবর/বিনোদন/
রাত পোহালেই অস্কার !