২৫২ কোটির মাদক মামলায় অ্যান্টি নারকোটিক্স সেল ওরিকে সমন পাঠানো হয়। ২০ তারিখ সকাল ১০টায় অ্যান্টি নারকোটিক্স সেলের ঘাটকোপার ইউনিটে হাজিরা দিতে বলা হয় তাঁকে। মাদক মামলায় এর আগেই উঠে এসেছিল শ্রদ্ধা কাপুর ও নোরা ফতেহির অভিযোগ ছিল, এই নায়িকারা নাকি দাউদ ইব্রাহিমের ডাকা মাদকের পার্টিতে যান। এই নিয়ে দ্বিতীয়বার বিতর্কে জড়িয়ে পড়লেন ওরি। এর আগে কাটরার একটি হোটেলে মদ্যপানের অভিযোগে জম্মু ও কাশ্মীর পুলিশ ওরি এবং আরও সাতজনের বিরুদ্ধে মামলা করেছিল।
advertisement
মুম্বই পুলিশ তদন্তে যে বড় মাদকচক্র সামনে এসেছে, তাতে অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহি ও আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের আত্মীয় আলিশাহ পারকারের নাম উঠে এসেছে বলে দাবি করা হয়েছে। তদন্তকারীদের মতে, মহম্মদ সেলিম মোহাম্মদ সুহাইল শেখ ওরফে ‘ল্যাভিশ’-এর নেতৃত্বে পরিচালিত এই চক্র ভারত এবং বিদেশে আয়োজিত পার্টিগুলিতে মাদক সরবরাহ করত। সেলিম দুবাইতেই থাকেন এবং সেখান থেকেই পুরো নেটওয়ার্কটি চালাতেন বলে তদন্তকারীদের সন্দেহ। আগস্টে ইউএই থেকে ফেরত আনা তাঁর ছেলে তাহের দোলা তদন্তে বহু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যার মধ্যে রয়েছে পার্টির অতিথি তালিকা, সরবরাহকারীর নাম এবং আয়োজিত স্থানের বিবরণ। নোরা অবশ্য দাবি করেছেন দাবি করেছেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তাঁকে ‘টার্গেট’ বানানো হচ্ছে।
