TRENDING:

নেশাগ্রস্ত ক্যাটরিনা কাইফ, জন্মদিনেই ফাঁস হল ছবি !

Last Updated:

একী অবস্থা ক্যাটরিনা কাইফের ? এত সুন্দর মুখখানির দশা এরকম ! তাহলে কী কোনও মানসিক চাপে আছেন ক্যাট?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: একী অবস্থা ক্যাটরিনা কাইফের ? এত সুন্দর মুখখানির দশা এরকম ! তাহলে কী কোনও মানসিক চাপে আছেন ক্যাট? তাই বুঝি চোখে মুখে নেশার চাপ ! সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ক্যাটরিনা কাইফের ছবি দেখলে আঁতকে উঠতে হয় ৷ তবে ক্যাটরিনার এই ছবিকেই সুন্দর বলে ব্যাখা করেছেন শাহরুখ খান, অনুষ্কা শর্মারা !
advertisement

গপ্পোটা হল, ১৬ জুলাই ৩৫-এ পা দিয়েছেন ক্যাটরিনা কাইফ ৷ পরিবার, বান্ধবীদের সঙ্গে লন্ডনে জন্মদিন কাটাতে ব্যস্ত রয়েছেন ক্যাটরিনা ৷ এরই মাঝে সুযোগ বুঝে সোশ্যাল মিডিয়ার হাত ধরে ক্যাটকে বার্থডে উইশ করে ফেললেন শাহরুখ খান ও অনুষ্কা শর্মা ৷ শেয়ার করলেন আনন্দ এল রাইয়ের নতুন ছবি ‘জিরো’তে ক্যাটরিনার লুক ৷

advertisement

আগেই জানা গিয়েছিল, ‘জিরো’তে ক্যাটরিনাকে দেখা যাবে এক নেশাগ্রস্ত নায়িকার চরিত্রে, ক্যাটের ফার্স্টলুকেও তেমনটাই ধরা পড়ল ৷ ঘেঁটে যাওয়া কাজল, উশখুশকো চুল ৷ ফ্যানেদের মাঝ থেকে বেরিয়ে আসছেন ক্যাটরিনা কাইফ ৷

ছবিটি শেয়ার করে শাহরুখ লিখলেন, ‘ক্যাটরিনার এর থেকেও আরও সুন্দর ছবি রয়েছে ৷ তবে এই ছবিতে ক্যাটের সৌন্দর্য যেন আরও প্রকাশিত হল ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১,২ নয়, গুণে গুণে ২২! এতগুলি বিড়ালের সঙ্গেই সংসার, রোজ কত খরচ হয় জানেন?
আরও দেখুন

অন্যদিকে অনুষ্কা এই ছবির মধ্যে দিয়েই শুভ জন্মদিন জানালেন ক্যাটকে!

বাংলা খবর/ খবর/বিনোদন/
নেশাগ্রস্ত ক্যাটরিনা কাইফ, জন্মদিনেই ফাঁস হল ছবি !