TRENDING:

নেশাগ্রস্ত ক্যাটরিনা কাইফ, জন্মদিনেই ফাঁস হল ছবি !

Last Updated:

একী অবস্থা ক্যাটরিনা কাইফের ? এত সুন্দর মুখখানির দশা এরকম ! তাহলে কী কোনও মানসিক চাপে আছেন ক্যাট?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: একী অবস্থা ক্যাটরিনা কাইফের ? এত সুন্দর মুখখানির দশা এরকম ! তাহলে কী কোনও মানসিক চাপে আছেন ক্যাট? তাই বুঝি চোখে মুখে নেশার চাপ ! সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ক্যাটরিনা কাইফের ছবি দেখলে আঁতকে উঠতে হয় ৷ তবে ক্যাটরিনার এই ছবিকেই সুন্দর বলে ব্যাখা করেছেন শাহরুখ খান, অনুষ্কা শর্মারা !
advertisement

গপ্পোটা হল, ১৬ জুলাই ৩৫-এ পা দিয়েছেন ক্যাটরিনা কাইফ ৷ পরিবার, বান্ধবীদের সঙ্গে লন্ডনে জন্মদিন কাটাতে ব্যস্ত রয়েছেন ক্যাটরিনা ৷ এরই মাঝে সুযোগ বুঝে সোশ্যাল মিডিয়ার হাত ধরে ক্যাটকে বার্থডে উইশ করে ফেললেন শাহরুখ খান ও অনুষ্কা শর্মা ৷ শেয়ার করলেন আনন্দ এল রাইয়ের নতুন ছবি ‘জিরো’তে ক্যাটরিনার লুক ৷

advertisement

আগেই জানা গিয়েছিল, ‘জিরো’তে ক্যাটরিনাকে দেখা যাবে এক নেশাগ্রস্ত নায়িকার চরিত্রে, ক্যাটের ফার্স্টলুকেও তেমনটাই ধরা পড়ল ৷ ঘেঁটে যাওয়া কাজল, উশখুশকো চুল ৷ ফ্যানেদের মাঝ থেকে বেরিয়ে আসছেন ক্যাটরিনা কাইফ ৷

ছবিটি শেয়ার করে শাহরুখ লিখলেন, ‘ক্যাটরিনার এর থেকেও আরও সুন্দর ছবি রয়েছে ৷ তবে এই ছবিতে ক্যাটের সৌন্দর্য যেন আরও প্রকাশিত হল ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্যদিকে অনুষ্কা এই ছবির মধ্যে দিয়েই শুভ জন্মদিন জানালেন ক্যাটকে!

বাংলা খবর/ খবর/বিনোদন/
নেশাগ্রস্ত ক্যাটরিনা কাইফ, জন্মদিনেই ফাঁস হল ছবি !