TRENDING:

কয়েক মাসে এত পরিবর্তন! অজয়-তনয়াকে চেনাই দায়, নায়সার নতুন ছবি দেখেছেন কি

Last Updated:

অতীতেও একাধিক বার শিরোনামে উঠে এসেছেন নায়সা। মাঝেমধ্যেই বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা যায় তাঁকে। হইহুল্লোড়ের লেন্সবন্দি মুহূর্তগুলি অনায়াসেই ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

সম্প্রতি তাঁর বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন পোশাকশিল্পী অনিতা ডোংরে। তার পরেই একাধিক কটাক্ষ ধেয়ে আসে অজয়-তনয়ার দিকে। অনেকেই মন্তব্য করেছেন, "নায়সাকে তো চেনাই যাচ্ছে না।" কেউ কেউ আবার মন্তব্য বাক্সেই তাঁর সেই পরিবর্তনের কারণ অনুধাবনের চেষ্টা করেছেন।

এই প্রথম নয়। অতীতেও একাধিক বার শিরোনামে উঠে এসেছেন নায়সা। মাঝেমধ্যেই বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা যায় তাঁকে। হইহুল্লোড়ের লেন্সবন্দি মুহূর্তগুলি অনায়াসেই ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। আর সেই কারণেই একাধিক বার নিন্দার ঝড় উঠেছে তাঁকে ঘিরে। এত কম বয়সে তাঁর মদ্যপান করা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

advertisement

আরও পড়ুন: খোলামেলা দৃশ্য নিয়ে রাগ অতীত, ছেলের প্রাক্তন সামান্থাকে দেখতে ছুটলেন নাগার্জুন!

আরও পড়ুন: অসম মেঘালয় সীমান্তে আচমকা বলিউড 'কুইন' কঙ্গনা রানাওয়াত! নেপথ্যে আসল কারণ কী? শুরু 'এমার্জেন্সি' তোরজোড়!

ব্য়ক্তিগত জীবন নিয়ে আগাগোড়াই চুপ থেকেছেন নায়সা। তবে তাঁকে ঘিরে কৌতুহলের যেন অন্ত নেই। ইদানীং ওরহান আবর্তমানি নামে এক যুবকের সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে। তাঁর সঙ্গে অজয়-কন্যার বন্ধুত্ব নিয়েও চর্চা কিছু কম নয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

শোনা গিয়েছিল, খুব শীঘ্রই বলিউডে পা রাখবেন নায়সা। তার জন্যই কি এই আকস্মিক পরিবর্তন? জানার উপায় নেই। তবে অজয় জানিয়েছিলেন,  তাঁর মেয়ের  অভিনয়ে আসার কোনও পরিকল্পনা আপাতত নেই। তবে বড় পর্দায় কবে তাঁকে দেখা যাবে, তা নিয়ে জল্পনার শেষ নেই।

বাংলা খবর/ খবর/বিনোদন/
কয়েক মাসে এত পরিবর্তন! অজয়-তনয়াকে চেনাই দায়, নায়সার নতুন ছবি দেখেছেন কি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল