সম্প্রতি তাঁর বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন পোশাকশিল্পী অনিতা ডোংরে। তার পরেই একাধিক কটাক্ষ ধেয়ে আসে অজয়-তনয়ার দিকে। অনেকেই মন্তব্য করেছেন, "নায়সাকে তো চেনাই যাচ্ছে না।" কেউ কেউ আবার মন্তব্য বাক্সেই তাঁর সেই পরিবর্তনের কারণ অনুধাবনের চেষ্টা করেছেন।
এই প্রথম নয়। অতীতেও একাধিক বার শিরোনামে উঠে এসেছেন নায়সা। মাঝেমধ্যেই বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা যায় তাঁকে। হইহুল্লোড়ের লেন্সবন্দি মুহূর্তগুলি অনায়াসেই ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। আর সেই কারণেই একাধিক বার নিন্দার ঝড় উঠেছে তাঁকে ঘিরে। এত কম বয়সে তাঁর মদ্যপান করা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
আরও পড়ুন: খোলামেলা দৃশ্য নিয়ে রাগ অতীত, ছেলের প্রাক্তন সামান্থাকে দেখতে ছুটলেন নাগার্জুন!
ব্য়ক্তিগত জীবন নিয়ে আগাগোড়াই চুপ থেকেছেন নায়সা। তবে তাঁকে ঘিরে কৌতুহলের যেন অন্ত নেই। ইদানীং ওরহান আবর্তমানি নামে এক যুবকের সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে। তাঁর সঙ্গে অজয়-কন্যার বন্ধুত্ব নিয়েও চর্চা কিছু কম নয়।
শোনা গিয়েছিল, খুব শীঘ্রই বলিউডে পা রাখবেন নায়সা। তার জন্যই কি এই আকস্মিক পরিবর্তন? জানার উপায় নেই। তবে অজয় জানিয়েছিলেন, তাঁর মেয়ের অভিনয়ে আসার কোনও পরিকল্পনা আপাতত নেই। তবে বড় পর্দায় কবে তাঁকে দেখা যাবে, তা নিয়ে জল্পনার শেষ নেই।