TRENDING:

Nysa Devgan : স্পেনের রাজপথে মশগুল হাসিতে, কাজলের মেয়ে নাইসার কাছে বয়ফ্রেন্ড হারালেন শ্রীকন্যা জাহ্নবী?

Last Updated:

Nysa Devgan :বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যায়, শ্রীদেবীকন্যা জাহ্নবীর বয়ফ্রেন্ড এই অরহান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : শিরোনামে প্রায়ই জায়গা করে নেন অজয় দেবগণ ও কাজলের কন্যা নাইসা ৷ সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এই তারকাকন্যা ৷ মাঝে মাঝেই নিজের ও বন্ধুবান্ধবদের ছবি শেয়ার করেন তিনি ৷ নাইসা এখন ছুটি কাটাচ্ছেন স্পেনে ৷ তাঁদের এই মজার সফরের ছবি শেয়ার করেছেন নাইসার এক বন্ধু অরহান অওত্রামণি ৷ বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যায়, শ্রীদেবীকন্যা জাহ্নবীর বয়ফ্রেন্ড এই অরহান ৷
স্পেনের সুদৃশ্য রাজপথে বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টায় মশগুল নাইসা
স্পেনের সুদৃশ্য রাজপথে বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টায় মশগুল নাইসা
advertisement

শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে স্পেনের সুদৃশ্য রাজপথে বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টায় মশগুল নাইসা ৷ তাঁর পরনে ফুলহাতা টপ এবং শরীরচাপা হ্রস্ব স্কার্ট ৷ পায়ে সাদা স্নিকার্স ৷ সম্প্রতি নাইসাকে দেখা গিয়েছে আমস্টারডমে জাহ্নবীর সঙ্গে লাঞ্চ করছেন ৷ অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে সে ছবি শেয়ার করেছিলেন নাইসা ৷ দুই বান্ধবীকেই সেখানে দেখা গিয়েছিল লাল পোশাকে ৷

advertisement

নাইসা এখন বিদেশে পড়াশোনা করছেন ৷ সুইৎজারল্যান্ডের গ্লায়ন ইনস্টিটিউট অব হায়ার এডুকেশনে তাঁর বিষয় ইন্টারন্যাশাল হসপিট্যালিটি ৷ চলতি বছর এপ্রিলে তিনি পা দিয়েছেন ১৯-এ৷ অজয় ও কাজলের মেয়ের জন্ম ২০০৩ সালে ৷ এর আগে তাঁর পড়াশোনা সিঙ্গাপুরের স্কুলে ৷

আরও পড়ুন :  পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমে আক্রান্ত শ্রুতি গুরুতর অবস্থায় হাসপাতালে? উত্তর দিলেন কমল-কন্যা নিজেই

advertisement

আরও পড়ুন :  এ রকম নিষ্ঠুর মৃত্যু যেন আর দেখতে না হয়, কন্যাসমা মহুয়ার মৃত্যুতে বলেন তরুণ মজুমদার

আরও পড়ুন : উত্তমকুমার নিজে থেকে বিনা পারিশ্রমিকে অভিনয় করেছিলেন তাঁর ছবিতে, বাসবদত্তার পোস্টে উজ্জ্বল তরুণ মজুমদারের ব্যাপ্তি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অজয় দেবগণ জানিয়েছেন তিনি নিশ্চিত নন নাইসা বলিউডে কেরিয়ার তৈরি করতে চান কিনা ৷ এখনও অবধি নাইসা বিনোদন জগতে আসার কোনও আগ্রহ দেখাননি৷ তবে সময়ের সঙ্গে সঙ্গে হয়তো পরিবর্তন হতে পারে তাঁর ইচ্ছেয়৷ বলছেন অজয় ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Nysa Devgan : স্পেনের রাজপথে মশগুল হাসিতে, কাজলের মেয়ে নাইসার কাছে বয়ফ্রেন্ড হারালেন শ্রীকন্যা জাহ্নবী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল