TRENDING:

Nusrat: ইদের দিনে কী করছেন নুসরত? শুভেচ্ছা-বার্তায় কী বললেন নায়িকা? রইল ভিডিও

Last Updated:

Nusrat: শুভ দিনে শুভেচ্ছা-বার্তা পাঠালেন নুসরত! ভিডিও শেয়ার করে যা বললেন নায়িকা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ইদ মুবারক। খুশির ইদের চাঁদ দেখা মানেই উৎসবের শুরু। টানা ২৯ থেকে ৩০ দিন রোজা রাখার পর ইদ-উল-ফিতর (Eid-ul-Fitr) পালন করা হয় মুসলিম সমাজে। এই দিন সকলে সকলের সঙ্গে যেন ভালোবাসা ছড়িয়ে দেন তাঁরা। একে অপরকে পোশাকে, খাবারে, আনন্দে ভরিয়ে তোলেন। গোটা মাস ধরে কঠিন উপবাসের পর এই দিনে সবাই এক হয়ে যান। সাধারণ মানুষ থেকে সেলেব সকলেই ইদের দিন জীবনকে ফের নতুন করে সাজিয়ে নেন।
advertisement

বলিউড হোক বা টলিউড ইদের দিনের আনন্দই অন্যরকম। শাহরুখ খান থেকে সলমন খান হন বা আমির খান এই দিন উদযাপন করেন সকলেই। তেমনই আজকের এই খুশির দিনে সকলকে শুভেচ্ছা জানালেন নুসরত টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা তিনি। শুধু তাই নয় তিনি একজন সাংসদও। সেই সঙ্গে এক সন্তানের মা নুসরত। তাঁর দায়িত্ব অনেক। কয়েক দিন আগেই নুসরত ও যশের বেশ কিছু ছবি ভিডিও সামনে এসেছিল। তাঁরা ছুটি কাটাতে গিয়েছিলেন সমুদ্র সৈকতে। নানা মিষ্টি মুহূর্তে ধরা পড়েছিলেন নুসরত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে এত ব্যস্ততার মধ্যেও সকলকে ইদের শুভেচ্ছা জানাতে ভুললেন না নুসরত। নায়িকা তাঁর সোশ্যাল মাধ্যমে বেশ জনপ্রিয়। বিশেষ করে ইনস্টগ্রামে। এখানেই নানা কিছু শেয়ার করেন নুসরত। এবার এই মাধ্যমেই সকলকে ইদের শুভেচ্ছা জানালেন তিনি। তিনি বলনে, "আমার তরফ থেকে সকলকে জানাই ইদের শুভ-কামনা, ভালোবাসা। আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। সকলে মিলে খুব ভালো থাকুন।" এই ভিডিওতে বহু মানুষ নায়িকাকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Nusrat: ইদের দিনে কী করছেন নুসরত? শুভেচ্ছা-বার্তায় কী বললেন নায়িকা? রইল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল