এই প্রথম রিয়্যাল লাইফ জুটি হিসেবে দাদাগিরি-তে এলেন দুজনে। এর আগে ছবির অনস্ক্রিন জুটি হিসেবে এসেছেন। প্রোমো দেখেই বোঝা যাচ্ছে, দাদা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে নিজেদের প্রেমের আখ্যান সামনে আনবেন নুসরত ও যশ।
কয়েক ঝলকের প্রোমোতে দেখা যাচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায় জিজ্ঞাসা করছেন, "কে কার বেশি খেয়াল রাখে?" প্ৰশ্ন শেষ হতে না হতেই পরস্পরের দিকে দুজনে আঙুল দেখান। আর এই উত্তর পেয়ে সৌরভ বলেন, "এটা খুব ভাল উত্তর।"
advertisement
দাদাগিরি সিজন ৯ এর এই এপিসোডে আরও বেশ কয়েকজন তারকা জুটি যেমন লোপামুদ্রা মিত্র ও জয় সরকার এবং বাবুল সুপ্রিয় ও তাঁর স্ত্রী রচনাও থাকবেন। প্রোমোটি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যশরতের অনুরাগীরা এই ভিডিওটি বেশ পছন্দ করেছেন। তবে পাশাপাশি নিন্দুকরা ট্রোল করতেও ছাড়েনি নুসরতকে।
আরও পড়ুন- হ্যাক রুদ্রনীলের ইনস্টাগ্রাম! চড়া দামে বিক্রি হচ্ছে অভিনেতার অ্যাকাউন্ট?
এর আগে নিখিল জৈনের সঙ্গে এসেছিলেন নুসরত। আর এবার যশ দাশগুপ্তের সঙ্গে। সেই ঘটনা নিয়ে তির্যক মন্তব্য করেছেন অনেকেই। তবে সেসবে বরাবরের মতোই কান দেননি যশরত।