TRENDING:

Nusrat Jahan : ঈশানের জন্মে যশ-নুসরতকে শুভেচ্ছা-ভিডিও! জল্পনা বাড়িয়ে শেয়ার করলেন 'নতুন মা'...

Last Updated:

Nusrat Jahan : যে প্রশ্নে তোলপাড় নেটপাড়া, এবার বোধহয় তার জবাব দিতে চলেছেন সাংসদ তথা টলিউডের অভিনেত্রী নুসরত জাহান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : 'ছেলের বাবা কে?' অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান(Nusrat Jahan) মা হওয়ার পর থেকেই নেটমহলে জল্পনার শীর্ষে এই প্রশ্ন। উত্তর খুঁজতে মরিয়া অনুরাগী থেকে সাধারণ নেটিজেনরাও। এবার কি নিজেই সেই প্রশ্নের উত্তর দিতে ইচ্ছুক নতুন মা নুসরত (Nusrat Jahan)? বার বার তেমনি ইঙ্গিত দিচ্ছে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। যে প্রশ্নে তোলপাড় নেটপাড়া, এবার বোধহয় তার জবাব দিতে চলেছেন সাংসদ তথা টলিউডের অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। সদ্যোজাত ছেলের বাবা বর্তমান বয়ফ্রেন্ড যশ দাশগুপ্ত (Yash Dasgupta), এবার যেন তেমনই ইঙ্গিতই পাচ্ছেন নেট নাগরিকরা ৷ তাঁদের দাবি, সাম্প্রতিক পোস্টে নুসরত পরোক্ষে স্বীকার করে নিয়েছেন যে, যশই তাঁর পুত্র ঈশানের বাবা৷
advertisement

আরও পড়ুন : আজ ঈশানের মায়ের ছবি তুলে দিলেন কে? প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন নুসরত, জানালেন...

শুক্রবার সদ্যোজাত পুত্রের জন্য নুসরত জাহানকে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন তাঁর ফ্যান পেজ ৷ নুসরত জাহান ফ্যান ফরএভার নামে তাঁর ভক্তদের একটি ইনস্টাগ্রাম পেজে ভিডিয়োটি শেয়ার করা হয় ৷ সেখানে নুসরত ও যশের একসঙ্গে কাটানো সময়ের নানা মুহূর্তের একটি সুন্দর কোলাজ তুলে ধরা হয়েছে৷ আর ভিডিয়োটির ক্যাপশনে নুসরতের পাশাপাশি যশকেও সন্তান হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন সেই ভক্ত ৷তিনি লিখেছেন, "ঈশানের জন্য যশরতকে অভিনন্দন ৷ আমাদের বেবিজানের কোনও ছবি যেহেতু আমরা এখনও পাইনি, তাই আমি আপনাদের দু'জনকে শুভেচ্ছা জানানোর জন্য ছোট একটা ভিডিয়ো বানিয়েছি ৷ নুসরাতিয়ানদের তরফে বেবিএনজেকে অনেক ভালোবাসা৷" এই পোস্টটি যশ ও নুসরতকে ট্যাগও করা হয়েছে৷ নুসরত তাতে ধন্যবাদও জানিয়েছে। তবে কী যশকেই বাবা হিসেবে ইঙ্গিতই দিলেন নায়িকা? উৎসুক নেটমহলে শুরু হয় জোর জল্পনা।

advertisement

গল্প কিন্তু এখানেই থেমে যায়নি৷ ভিডিয়োটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন স্বয়ং অভিনেত্রী-সাংসদ ৷ এতেই সরব হয়েছেন নেট নাগরিকরা ৷ তাঁদের দাবি, এই পোস্টটি নিজের হ্যান্ডেলে শেয়ার করে নুসরত পরোক্ষে এটাই স্বীকার করে নিলেন যে, তাঁর সন্তানের পিতা যশই৷

নুসরত জাহানের সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসা থেকেই শুরু হয়েছে জোর জল্পনা ৷ টলি অভিনেত্রীর সন্তানের বাবা কে? তাঁর একসময়ের লিভ-ইন পার্টনার নিখিল জৈন (Nikhil Jain), নাকি অভিনেত্রীর বর্তমান বয়ফ্রেন্ড যশ দাশগুপ্ত ? গর্ভবতী থাকাকালীন এমনকী সন্তানের জন্মের পরও এই প্রশ্নগুলির জবাব মেলেনি অভিনেত্রীর থেকে৷ তবে গতকালের পোস্টটি দেখার পর নেট নাগরিকরা বলতে শুরু করেছেন, এ ব্যাপারে ধীরে ধীরে এবার নীরবতা ভাঙতে চাইছেন অভিনেত্রী নিজেও৷

advertisement

আরও পড়ুন : কলকাতার মিষ্টি 'মানু'র গলায় সিংহলি ‘মানিকে মাগে হিঠে’! মুহূর্তে Super ভাইরাল, দেখুন...

মা হওয়ার পর তাঁর নয়া লুকের ছবি পোস্ট করতেই এই জল্পনা শুরু হয় ৷ নেট নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে সেই ছবির ক্যাপশন ৷ সেখানে নুসরত লিখেছেন, "যাঁদের পরামর্শ নেন না, তাঁদের সমালোচনাকেও পাত্তা দেবেন না...৷" এটি লেখার পর নিউরোল, নিউমমিলাইফ ও নিউলুক বলে হ্যাশট্যাগ দেন তৃণমূল সাংসদ ৷ আর শেষে লেখেন, "ছবি সৌজন্য : ড্যাডি ৷" এই প্রথম তাঁর সন্তানের বাবার কথা উল্লেখ করলেন নুসরত ৷ নাম না-করলেও তিনি জানিয়ে দেন, সদ্য মা হওয়া অভিনেত্রীর ছবিটি তুলেছেন তাঁর সন্তানের পিতা ৷ নুসরতের এই স্বীকারোক্তি থেকেই দুয়ে দুয়ে চার করতে মরিয়া নেট নাগরিকরা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Nusrat Jahan : ঈশানের জন্মে যশ-নুসরতকে শুভেচ্ছা-ভিডিও! জল্পনা বাড়িয়ে শেয়ার করলেন 'নতুন মা'...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল