আরও পড়ুন : আজ ঈশানের মায়ের ছবি তুলে দিলেন কে? প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন নুসরত, জানালেন...
শুক্রবার সদ্যোজাত পুত্রের জন্য নুসরত জাহানকে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন তাঁর ফ্যান পেজ ৷ নুসরত জাহান ফ্যান ফরএভার নামে তাঁর ভক্তদের একটি ইনস্টাগ্রাম পেজে ভিডিয়োটি শেয়ার করা হয় ৷ সেখানে নুসরত ও যশের একসঙ্গে কাটানো সময়ের নানা মুহূর্তের একটি সুন্দর কোলাজ তুলে ধরা হয়েছে৷ আর ভিডিয়োটির ক্যাপশনে নুসরতের পাশাপাশি যশকেও সন্তান হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন সেই ভক্ত ৷তিনি লিখেছেন, "ঈশানের জন্য যশরতকে অভিনন্দন ৷ আমাদের বেবিজানের কোনও ছবি যেহেতু আমরা এখনও পাইনি, তাই আমি আপনাদের দু'জনকে শুভেচ্ছা জানানোর জন্য ছোট একটা ভিডিয়ো বানিয়েছি ৷ নুসরাতিয়ানদের তরফে বেবিএনজেকে অনেক ভালোবাসা৷" এই পোস্টটি যশ ও নুসরতকে ট্যাগও করা হয়েছে৷ নুসরত তাতে ধন্যবাদও জানিয়েছে। তবে কী যশকেই বাবা হিসেবে ইঙ্গিতই দিলেন নায়িকা? উৎসুক নেটমহলে শুরু হয় জোর জল্পনা।
advertisement
গল্প কিন্তু এখানেই থেমে যায়নি৷ ভিডিয়োটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন স্বয়ং অভিনেত্রী-সাংসদ ৷ এতেই সরব হয়েছেন নেট নাগরিকরা ৷ তাঁদের দাবি, এই পোস্টটি নিজের হ্যান্ডেলে শেয়ার করে নুসরত পরোক্ষে এটাই স্বীকার করে নিলেন যে, তাঁর সন্তানের পিতা যশই৷
নুসরত জাহানের সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসা থেকেই শুরু হয়েছে জোর জল্পনা ৷ টলি অভিনেত্রীর সন্তানের বাবা কে? তাঁর একসময়ের লিভ-ইন পার্টনার নিখিল জৈন (Nikhil Jain), নাকি অভিনেত্রীর বর্তমান বয়ফ্রেন্ড যশ দাশগুপ্ত ? গর্ভবতী থাকাকালীন এমনকী সন্তানের জন্মের পরও এই প্রশ্নগুলির জবাব মেলেনি অভিনেত্রীর থেকে৷ তবে গতকালের পোস্টটি দেখার পর নেট নাগরিকরা বলতে শুরু করেছেন, এ ব্যাপারে ধীরে ধীরে এবার নীরবতা ভাঙতে চাইছেন অভিনেত্রী নিজেও৷
আরও পড়ুন : কলকাতার মিষ্টি 'মানু'র গলায় সিংহলি ‘মানিকে মাগে হিঠে’! মুহূর্তে Super ভাইরাল, দেখুন...
মা হওয়ার পর তাঁর নয়া লুকের ছবি পোস্ট করতেই এই জল্পনা শুরু হয় ৷ নেট নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে সেই ছবির ক্যাপশন ৷ সেখানে নুসরত লিখেছেন, "যাঁদের পরামর্শ নেন না, তাঁদের সমালোচনাকেও পাত্তা দেবেন না...৷" এটি লেখার পর নিউরোল, নিউমমিলাইফ ও নিউলুক বলে হ্যাশট্যাগ দেন তৃণমূল সাংসদ ৷ আর শেষে লেখেন, "ছবি সৌজন্য : ড্যাডি ৷" এই প্রথম তাঁর সন্তানের বাবার কথা উল্লেখ করলেন নুসরত ৷ নাম না-করলেও তিনি জানিয়ে দেন, সদ্য মা হওয়া অভিনেত্রীর ছবিটি তুলেছেন তাঁর সন্তানের পিতা ৷ নুসরতের এই স্বীকারোক্তি থেকেই দুয়ে দুয়ে চার করতে মরিয়া নেট নাগরিকরা৷