নুসরতের সাহসী পোস্টে কাঁপছে নেট-দুনিয়া। একের পর এক বোল্ড ছবিতে মারকাটারি নায়িকা! সমুদ্র সৈকতে মাঝে মধ্যেই ছুটি কাটাতে যান নুসরত। পাহাড়ের থেকে বেশি তাঁর সমুদ্রই পছন্দ। সেখানে আকাশ-রঙা বিকিনি টপ ও লেমন ইয়েলো পালাজোতে নজর কেড়েছেন নায়িকা।
দু'হাত তুলে আকাশে মেলে ধরেছেন। শরীরী ছন্দে আকাশে আঁকলেন ছবি। ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করে নুসরত লেখেন, "ছবি আঁকো আকাশে। নিজের করে তোলো।"এই ছবি সামনে আসতেই ভক্তরা নায়িকার প্রশংসায় মেতেছেন। বহু মানুষ এই ছবিতে লাইক কমেন্ট করেছেন।
আরও পড়ুন: মায়ের জন্মদিন! বেঁচে থাকলে ৭৩ বছরেও ধর্ষণের হুমকি পেতেন আশঙ্কা রুপঙ্করের
হলুদ বিকিনিতে নেট দুনিয়ার তাপমাত্রা এক ধাক্কায় কয়েকগুণ বাড়িয়ে দিলেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান। হলুদ বিকিনিতে নুসতর বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। হলুদ টু-পিসে ওপরে স্টাইলিশ নেটের শ্রাগ রয়েছে নুসরতের পরনে। লাল লিপস্টিক, ওভার সাইজ ফ্রেমের সানগ্লাস তাঁকে আরও লাস্যময়ী করে তুলেছে। নতুন বছরের শুরুতে গোয়া গিয়েছিলেন নুসরত এবং যশ। সেখান থেকে নিউ ইয়ার সেলিব্রেশনের একাধিক ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তবে এই বিকিনি ফোটো সেই সময়ে তুলে রেখেছিলেন যত্নে। মাস দুয়েক পর গোয়ায় তোলা তাঁর হট অবতারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ক্যাপশনে নুসরত লিখেছেন, ‘আমাকে সমুদ্রে ফিরিয়ে নিয়ে চলো’।
আরও পড়ুন: 'লক্ষ্মী ছেলে'-র সেটে তৈরি হল গোটা একটা মেলা! বাস বোঝাই করে দূর গাঁয়ের লোক এল তাতে
অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্ট দেখে যা মনে হয়, অভিনেত্রী মূলত সমুদ্রই পছন্দ করেন। তবে কিছু পাহাড়ের ছবিও উঁকি দিয়েছে মাঝে। তাতেও একইরকম সুন্দরী তিনি।
