দিল্লিতে কেন গিয়েছিলেন অভিনেত্রী? শীতকালীন অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন তৃণমূল সাংসদ নুসরত।
আরও পড়ুন : সৃজিত-রাজের সঙ্গে ওপারের চঞ্চল! ফিল্মোৎসবে দুই বাংলা একাকার
লাল শাড়ি, টিউব টপ, ঠোঁটে লাল আভা, খোলা চুল। মনে পড়ে ‘ম্যায় হু না’ ছবির সুস্মিতা সেনকে মনে পড়ে? রবিবার সকালে সেই সুস্মিতা সেজেই তাক লাগালেন নুসরত। ‘গোরি গোরি’ গানে সুস্মিতা সেনের লুক একেবারে হুবহু অনুকরণ করেছেন। নেটমাধ্যমে কমেন্টের ঝড়। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘ম্যায় হু না’ ছবিতে সুস্মিতা সেনের রূপ নিয়ে সেই শখই পূরণ করলেন নুসরত। ছবির গানের সঙ্গে একটি ছোট্ট রিল ভিডিয়ো বানিয়ে লিখেছেন, ‘‘লাল শাড়ি, এসআরকের গান, সময় এসেছে স্বপ্নপূরণ হওয়ার।’’
আরও পড়ুন : বদল হবে না 'পাঠান'-এর নাম! শাহরুখের সিনেমার নয়া লুক নেটমাধ্যমে
সদ্য শাহরুখের ‘পাঠান’ ছবির বেশরম রং গান প্রসঙ্গে মন্তব্য করেন নুসরত। নিন্দুকদের একেবারেই কড়া বার্তা দেন তিনি। এরপরেই শাহরুখের নায়িকা, কোনদিকে নিশানা এটা নায়িকার?