গত ১৮ নভেম্বর গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড শো-তে পারফর্মের জন্য বাংলাদেশে গিয়েছিলেন বলি তারকা। 'উওম্যান এমপাওয়ার্মেন্ট ইন বাংলাদেশ' শিরোনামে আয়োজিত হয় সেই অনুষ্ঠান। কিন্তু নোরার কথায় জানা যায়, থাপ্পড়ের এই পর্ব সাম্প্রতিক ঢাকা-সফরে নয়, তার আগে কোনও একবার এই ঘটনাটি ঘটে। ২০১৪ সালে তাঁর প্রথম হিন্দি ছবি 'রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবনস'-এর শ্যুটিংয়ের সময়ে হাতাহাতি হয় দুই তারকার।
advertisement
আরও পড়ুন: কনসার্টে সিয়ামের গালে হঠাৎ চুমু! প্রকাশ্যে মডেলকে সপাট চড় অভিনেতার
নোরা বলেন, "একবার আমি বাংলাদেশে শ্যুট করছিলাম। এক সহ-অভিনেতা আমার সঙ্গে খারাপ আচরণ করেন। আমি তাকে থাপ্পড় মারার পর সেও আমাকে থাপ্পড় মারে। সে আমার চুল ধরে টানে। আমি আবার থাপ্পড় মারি। তার পরে ভয়াবহ লড়াই শুরু হয়। শেষমেশ পরিচালক এসে আমাদের শান্ত করেন।''
কপিল শর্মার শো-তে এই ঘটনাটি শুনে উপস্থিত তারকা আয়ুষ্মান খুরানাও অবাক হয়ে গিয়েছিলেন। কমেডি শো-তেও খানিক ক্ষণের জন্য সকলে চুপ করে ছিলেন নোরার এই অভিজ্ঞতার কথা শুনে।
আরও পড়ুন: বরুণ-কৃতির ছবি 'ভেড়িয়া'-র স্ক্রিনিংয়ে চাঁদের হাট, বি-টাউনের কারা-কারা এসেছিলেন? দেখুন
সম্প্রতি আয়ুষ্মানের সঙ্গে তাঁর ছবি 'অ্যান অ্যাকশন হিরো' ছবির প্রচারের জন্য কমোডি শো-তে উপস্থিত হয়েছিলেন নোরা। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই সে সহ-অভিনেতার পরিচয় নিয়ে শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ছবিতে কে কে অভিনয় করেছিলেন, কে নোরার সঙ্গে এই কাণ্ড ঘটাতে পারেন, তা সমাধান করতে শুরু করেন অনুরাগীরা। কিন্তু যেহেতু নোরা কারও নাম নেননি, তাই নিশ্চিত হওয়া যায়নি কোনও নামেই।