প্রাথমিক ভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। তদন্ত শুরু করা হয়েছে। রূপোলি পর্দায় বেশ ভালই পরিচিতি ছিল তাঁর। প্রাথমিক তদন্তে অনুমান আত্মহত্যা করেছেন তিনি। তাঁর ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবশীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে মালবিকার ঝুলন্ত দেহ উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য গোরেগাঁওয়ের একটি হাসপাতালে পাঠানো হয়।
advertisement
আরও পড়ুন: ভিড়ে ঠাসা-সতর্ক প্রশাসন, দিঘার সমুদ্র সৈকতে রবিবার জনপ্লাবন! কেন জানেন?
জানা গিয়েছে নূর মালবিকা দাস অসমের মেয়ে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ আসেননি। ফলে পুলিশ মামদানি হেলথ অ্যান্ড এডুকেশন ট্রাস্ট এনজিওর সহায়তায় রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন করে। গোটা ঘটনার তদন্ত করছে মুম্বই পুলিশ।
আরও পড়ুন: পড়াশোনায় আর বাধা নয়, মেধাশ্রী প্রকল্পে টাকা পাবেন পড়ুয়ারা! কত টাকা-কীভাবে আবেদন? জানুন
কী কারণে আত্মহত্যা করলেন উঠতি নায়িকা? এখনও সেই প্রশ্নের জবাব পাননি তদন্তকারীরা। তল্লাশি চালিয়ে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তাঁর মোবাইল, ওষুধপত্র-সহ একটি ডায়েরি। অসম থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বইয়ে পা রেখেছিলেন মালবিকা। একাধিক হিন্দি সিনেমায় অভিনয়ও করেছেন। পাশাপাশি ওয়েব সিরিজ ও অ্যাপের পরিচিত মুখ ছিলেন মালবিকা। তিনি চাটনি, জাগন্য উপয়া, চরমসুখ, দেখি আন্দেখির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। বর্তমানে অ্যামাজন প্রাইমে তাঁর আসন্ন প্রোজেক্ট ‘দ্য গুড ওয়াইফ’-এর কাজে ব্যস্ত ছিলেন তিনি।