নোরা ফাতেহি এবং পিঙ্কি ইরানিকে বৃহস্পতিবার সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কিত ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় জিজ্ঞাসাবাদ করে। দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (EOW) ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদে অনেক প্রশ্ন তুলেছে।
আরও পড়ুন শাঁখা সিঁদুর পরে নবনীতা, স্যুইমিং পুলে আগলে রাখলেন মেদহীন জিতুকে! দুরন্ত ছবি
নোরার পাশাপাশি পিঙ্কি ইরানিকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সুকেশ চন্দ্রশেখর নোরা ফাতেহিকে দেওয়া দামি উপহারের মাধ্যম ছিল পিঙ্কি ইরানি। এ কারণে দু’জনকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা হয়। এ বিষয়ে দিল্লি পুলিশ জানায় যে, জ্যাকলিনের সঙ্গে নোরা ফাতেহির সরাসরি কোনও সম্পর্ক নেই কিন্তু পিঙ্কি ইরানির রয়েছে।
advertisement
পুলিশ ইতিমধ্যেই নোরা ফাতেহিকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। বৃহস্পতিবার, পঞ্চমবারের মতো পুলিশের সামনে জবানবন্দি রেকর্ড করেন নোরা। নোরা শুরু থেকেই এ ব্যাপারে পুলিশকে সহযোগিতা করছেন। শেষবার যখন দিল্লি পুলিশ নোরাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল, তাকে অনেক প্রশ্ন করা হয়। সেই সময়ে অভিনেত্রী সুকেশের কাছ থেকে দামি উপহার পাওয়ার কথা স্বীকার করেছেন, তবে তিনি এটাও বলেছিলেন যে 'তিনি কোনও অপরাধমূলক কাজকর্মের সম্পর্কে অবগত ছিলেন না'।
এর আগে, সুকেশকে গ্রেফতার করার পর জ্যাকলিন ফার্নান্ডেজ সহ অনেককে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি-র দিল্লি জোন টিম। তদন্ত সংস্থার মতে, অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর জেলে থাকাকালীন বহু মানুষকে ডেকে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেন। এই মামলায় তদন্তকারী সংস্থা এখনও পর্যন্ত প্রায় ৭ কোটি ২৭ লাখ টাকার সম্পদ উদ্ধার করেছে।
ইডি-র তদন্তের সময় জানা যায় যে সুকেশ চন্দ্রশেখর অবৈধ কার্যকলাপে যুক্ত এবং ২০০ কোটি টাকা রয়েছে। এই টাকার মধ্যে তিনি জ্যাকলিনকে ৫ কোটি ৭১ লাখ টাকা উপহার দিয়েছেন। পিঙ্কি ইরানি ও তার ড্রাইভারের মাধ্যমে জ্যাকলিনকে এই টাকা পাঠানো হয়েছিল।