এই অনুষ্ঠানেই বান্ধবী সাবা আজাদের সঙ্গে উপস্থিত ছিলেন হৃতিক রোশন৷ আর অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বান্ধবীর জুতো হাতে ক্যামেরাবন্দি হৃতিক৷ কিন্তু হঠাৎ বান্ধবীর জুতো হাতে কেন?
আসলে এই অনুষ্ঠানে স্টিলেটোজ় পরেছিলেন সাবা৷ কিন্তু ছবি তোলার জন্য সাবা হাই দিল জুতো খুলে ফেলেন। বান্ধবীকে সাহায্য করতেই এগিয়ে আসেন হৃতিক। এই বিশেষ অনুষ্ঠানে ফ্যাশন ডিজ়াইনার অমিত অগরওয়ালের তৈরি একটি কাস্টমমেড লাল রঙের শাড়ি গাউন পরেছিলেন সাবা। অমিতের সঙ্গেই তোলা ছবিতে দেখা যাচ্ছে, হৃতিকের হাতে রয়েছে সাবার জুতো।
advertisement
আরও পড়ুন: অস্কারের মঞ্চে ‘কাঁপছিলেন’ রাম চরণ! কিন্তু কেন? সত্যিটা সামনে আনলেন স্ত্রী উপাসনা
এই ছবি নেট মাধ্যমে ছড়িয়ে পড়তেই বলিউডের গ্রীক গডের প্রসংশায় পঞ্চমুখ অনুরাগী মহল৷ কেউ লিখেছেন, ‘‘বিশ্বাস হচ্ছে না, হৃতিক অন্য কারও জুতো ধরে দাঁড়িয়ে রয়েছেন।’ কারও মতে প্রেমিক হলে তিনি যেন হৃতিকের মতোই নিবেদিতপ্রাণ মানুষ হন। কেউ আবার বলছেন,‘‘হৃতিক ভালবাসতে জানেন। সাবা খুবই ভাগ্যবান যে, তাঁর জীবনে হৃতিকের মতো সুপারস্টার নন, এক জন ভাল মানুষ এসেছেন।’