advertisement
একজন টুইটার ব্যবহারকারী ফটোগুলির মধ্যে একটি কৌতূহলী ফটো ফ্রেম খুঁজে পেয়েছেন। এটি প্রথম নজরে একটি নিয়মিত গ্রুপ ফটোর মতো দেখায়, তবে ভাল ভাবে দেখলে দেখা যায় এটি আর কেউ নন, অমিতাভ বচ্চন - তাঁর অনেকগুলি ছবি।
আরও পড়ুন: মহাশ্বেতা দেবীর চরিত্রে অভিনয়! সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন গার্গী রায়চৌধুরী
ছবিটির একটা অদ্ভুত ব্যাকড্রপের কারণে টুইটারে ভাইরাল হচ্ছে৷ একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, "গডকরি জির পিছনের সেই ফটো ফ্রেমটি আকর্ষণীয় দেখাচ্ছে।" আরেকজন বলেছেন, "কেন তুমি এটা করবে?"
আরও পড়ুন: লম্বা চুল, চোখে চশমা! লাদাখের রুক্ষ পাহাড়ের বুকে একা দাঁড়িয়ে... নতুন লুকে ভাইজান
কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী ভারতে জাতীয় সড়ক নিরাপত্তা মিশনে সমর্থন চাওয়ার জন্য মিস্টার বচ্চনের সঙ্গে দেখা করেন। সরকারী তথ্য অনুযায়ী ২০২০-তে সারা দেশে ৩৬৬১৩৮ টি সড়ক দুর্ঘটনায় হয়েছে। তাতে মোট আহত হয়েছেন ৩৪৮২৭৯, মৃত্যু হয়েছে ১৩১৭১৪ জনের।