ওদিকে এই কথা করণ বললেও, নিশার বক্তব্য একেবারেই অন্য। নিশা আজ স্বামীর বিরুদ্ধে কেস করার পর একটি প্রেস কনফারেন্স রাখেন। সেখানে নিশা আবার একেবারেই উল্টো কথা বলেন।
নিশা বলেন, " করণের অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। এক নয় একাধিক মেয়ের সঙ্গে বিভিন্ন সময় ও জড়িয়েছে। ৯ বছর ধরে আমি ওর সঙ্গে সংসার করছি। কিন্তু শেষ সম্পর্কের কথা জানতে পেরে আমি বাড়ি চলে যাই। করণ এসে আমার কাছে ক্ষমা চায়। আমি সব ভুলে , ছেলের মুখ চেয়ে সংসার করতে আসি। কিন্তু বাড়ি ফেরার পর থেকেই দেখি করণের ব্যবহার খারাপ হতে শুরু করেছে। আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে। কথায় কথায় আমাকে মারছে। ঝগড়া করছে। ডিভোর্স চাইলে দিচ্ছে না। আমি আর পারছিলাম না। বাধ্য হয়ে আজ ওর বিরুদ্ধে পুলিশ জানাতে হয়েছে। কিন্তু ও বেল পেয়ে গেছে। তবে এবার আর ওকে আমি ছাড়বো না। ৯ বছর ধরে ও আমার সাথে যা করেছে, সব বদলা নেব আমি।" বলেই কাঁদতে থাকেন নিশা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়।