এবার পুজোয় দুটি কবিতাকে ঠিক সেই ভাবেই উপস্থাপন করেছেন শাঁওলি। মহলের সঙ্গে তৈরি হয়েছে তাঁর গান দুটির ভিডিও। পুরো টিমেরই আশা যে আগের মতোই এবারও দর্শকরা তাঁদের কাছে টেনে নেবেন।
আরও পড়ুন: পুজোয় আমার আপনার মনের কথা নিয়ে হাজির দীপান্বিতার 'মনকলম'
advertisement
এবার পুজোয় মহুল আবৃত্তির ব্যান্ড নিয়ে আসছে ২ টি বাংলা কবিতা। Long playing record-এর এপিঠ-ওপিঠ এর nostalgia মনে রেখেই তাঁদের এই রিলিজ। মহুল-এর শাঁওলির কথায় আজকের রাজনীতিতেও ধর্মকে ব্যবহার করা হয়। ধর্ম, জাত-পাত নিয়ে ভেদাভেদ আজকের ভারতবর্ষেও এখনো যথেষ্ট রয়েছে। অথচ কত দিন আগে নজরুল তাঁর কবিতায় শব্দের চাবুক দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলেন। আজও আমরা সেই কবিতার সাহায্য নিয়ে একই কাজ করে যাবার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কতটা এগিয়েছি আমরা সন্দেহ জাগে। তবে এই ভেদাভেদ, রক্তাক্ত ইতিহাসই সব নয়।
আরও পড়ুন: অভিনব জন্মদিন পালন! হোমের শিশুদের সঙ্গে দিন কাটালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
বাংলার প্রকৃতি এখনো নিজস্ব ভাণ্ডার ছড়িয়ে রেখেছে আমাদের জন্য। বাংলার সেই মন-ভোলানো রূপ যুগ-যুগ ধ'রে চলে আসছে। জীবনানন্দ দাশ আর সত্যেন্দ্রনাথ দত্তের কবিতায় জাম -বট, কাঁঠাল, হিজলের ছায়া থেকে রূপশালী ধান হয়ে বাংলার রূপ দেখে মন ভ'রে যায়। সেই রূপের কথাও মনে করিয়ে দিয়েছে মহুল এই তিনজন কবির দুটি কবিতায় ।