অন্য দিক বিশ্বনাথ বসু নিউজ১৮ বাংলাকে বললেন, ''এর আগে যে ভাল গল্প ধারাবাহিকে চলেনি, সেটা বলব না। 'সুবর্ণলতা', 'রাণি রাসমণী'র মতো মেগায় কাজ করেছি বলে জানি, ভাল কাজও কিন্তু মানুষ দেখেন। আর এখন 'মিঠাই'ও কিন্তু বেশ সাড়া ফেলেছে। আমার ধারণা গল্প ভাল বলেই। তবে হ্যাঁ, 'বোধিসত্ত্বের বোধবুদ্ধি'র ধরনটা একেবারে আলাদা। একটি বাচ্চা ছেলে, যে খুবই বুদ্ধিমান,. উৎসুক মনের অধিকারী, পুরনো দিনের জমজমাটি বাড়ির আমেজ রয়েছে। কূটকচালির কোনও আঁচ এখনও পাইনি। এ রকম কাজ আগে হয়নি। শহর থেকে গ্রামবাংলায় আসা বা গ্রাম থেকে শহরে আসা, এ রকম গল্প কিন্তু এখানে নেই।''
advertisement
আরও পড়ুন: বউয়ের পোশাক উড়ে গিয়েছিল, যদি বউ উড়ে যেত সমুদ্রে! আতঙ্কে অনীক ধর
ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে, গোটা পরিবার ব্যাগ গোছাতে ব্যস্ত। বেড়াতে যাওয়া হবে। সেখানে ছোট ছোট টুকরো করে চরিত্রের আনাগোনা। হঠাৎ সবাই বোধিকে খুঁজতে শুরু করে। দেখা যায় ছোট্ট বোধি প্রবীণদের পোশাক সাদা পাঞ্জাবী পরে চলে এসেছে। কিন্তু ধুতি পরতে পারেনি খুদে। মাকে তাই ধুতি এগিয়ে দিয়ে বলছে, ''মা পরিয়ে দাও না।'' বোধিকে যখন জিজ্ঞাসা করা হয়, এমন পোশাক পরে কেন ঘুরতে যাবে সে? তার উত্তর, ''ঘুরত যাওয়ার আদর্শ পোশাক তো এটাই। বিদ্যাসাগর থেকে ভাল দাদু, সবাই তো এটাই পরে। ধুতি, পাঞ্জাবী বাঙালির ঐতিহ্য, তাই না?''
সবেমাত্র এক দিন প্রোমো শ্যুট করেছেন সকলে মিলে। আগামী ১০ জুন থেকে পুরোদমে শ্যুটিং শুরু হবে। সম্প্রচার শুরু হবে আগামী ২৭ জুন থেকে।
আরও পড়ুন: জামাই আদরে ২৯ পিস মাংস! অঙ্কুশের খাওয়া দেখলে চোখ কপালে উঠবে
টেলিপাড়ায় প্রশ্ন, কোন ধারাবাহিক বন্ধ হয়ে সেই জায়গায় এই ধারাবাহিকটি দেখানো হবে? ধারাবাহিক প্রেমীদের মনে সেই প্রশ্ন বার বার ঘুরপাক খাচ্ছে। নতুনকে স্বাগত জানানোর পাশাপাশি পুরনোক বিদায়ও বলতে হয়। বাদের তালিকায় এ বার কোন ধারাবাহিক?