TRENDING:

ছেলে-বৌমার থেকে গুড নিউজ না পেয়ে, 'লোক-লজ্জা' থেকে বাঁচতে নিজেই গর্ভবতী হলেন শাশুড়ি!

Last Updated:

এর আগে এমন একটি গল্প দেখা গিয়েছিল বাধাই হো ছবিতে৷ যদিও সেখানে কোনও পুত্রবধূর চরিত্র ছিল না৷ গর্ভবতী মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল নিনা গুপ্তাকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ছেলে বৌমার সন্তান হচ্ছে না৷ লোক লজ্জা ও আত্মীয় বন্ধুদের প্রশ্ন বাড়ছে ক্রমাগত৷ তাই তাদের ও নিজেদের এই সব প্রশ্ন ও  বৌমার সম্মান বাঁচাতে শেষ পর্যন্ত গর্ভবতী হলেন শাশুড়ি!
advertisement

শুধু ছবির গল্পে নয় টিভি সিরিয়ালেও এখন পরীক্ষামূলক কাহিনি শুরু হয়েছে। আগামী মাসে একটি সর্বভারতীয় চ্যানেলে এমন সিরিয়াল আসছে, যাতে শাশুড়ি হবেন গর্ভবতী এবং তার দেখভালের জন্য থাকবেন পুত্রবধূ! চ্যানেলটির মতে, এর মাধ্যমে একটি নতুন ধারার সূচনা করতে চলেছেন তাঁরা, যেখানে শাশুড়ি বৌমার ঝগড়া নয়, উঠে আসবে একে অপরের প্রতি সম্মান৷ সিরিয়ালটির নাম হবে 'হামারি ওয়ালি গুড নিউজ'। এখানে, পুত্রবধূ নব্যা এবং শাশুড়ি রেণুকা পরিবারের সুসংবাদ শোনানোর জন্য সম্পর্কের অদলবদল করেন। খুব শীঘ্রই এই ধারাবাহিকটি শুরু হতে চলেছে।

advertisement

আরও পড়ুন ড্রাগসে আমি নেই, করণের বক্তব্যের পরই গত বছর তাঁর বাড়ির 'মাদক' পার্টির ভিডিও ফের ভাইরাল!

জানা যাচ্ছে আগ্রার (উত্তরপ্রদেশ) পটভূমির উপর ভিত্তি করে এই ধারাবাহিকে দেখানো হবে তিওয়ারি পরিবারের গল্প। বিয়ের পরে পরিবারের গৃহবধূর কাছ থেকে সুসংবাদ প্রত্যাশা করছেন সকলে। তবে পুত্রবধূ গর্ভবতী না হওয়ায়, তাঁকে গালমন্দ না করে শাশুড়ি মা নিয়ে ফেলেন এক চাঞ্চল্যকর পদক্ষেপ৷ তিনি নিজেই হলেন গর্ভবতী! নিজের বয়সের মতো বিষয় বা লোকে কী বলবে এসবকে দূরে সরিয়ে তার স্বামীর সঙ্গে আলোচনা করে সন্তানের জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন, যাতে পরিবারে সুসংবাদ আসে। এমন পরিস্থিতিতে পরিবারে শাশুড়ি ও বৌমার ভূমিকা ও সম্পর্কে যেন অদলবদলের হয়৷ এবং তাতে আরও গভীর হয় শাশুড়ি-বৌমার সম্পর্ক৷

advertisement

অভিনেত্রী সৃষ্টি জৈন ২৩ বছর বয়সী যুবতী-বিবাহিত নব্যার চরিত্রে অভিনয় করেছেন। জনপ্রিয় টিভি অভিনেত্রী জুহি পরমার অভিনয় করেছেন নব্যার শাশুড়ি রেণুকার ভূমিকায়। জনপ্রিয় অভিনেতা শক্তি আনন্দ মুকুন্দের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, যিনি রেণুকার স্বামী এবং নব্যার শ্বশুর। জুহির মতে, রেনুকার চরিত্রে অভিনয় করা চ্যালেঞ্জিং ছিল কারণ যখন তাঁর পুত্র এবং পুত্রবধু সন্তান ধারণ করতে অক্ষম হন, তখন তিনি স্বামীর সঙ্গে গর্ভধারণের জন্য অলোচনা করেন এবং নিজে গর্ভবতী হন। এমন একটি সূক্ষ্ম বিষয় দর্শকদের সামনে তুলে ধরা খুবই চ্যাালেঞ্জের এবং আমি আশাবাদী যে আমি এই ভূমিকার প্রতি ন্যায় করতে পেরেছি, বলছেন জুহি।

advertisement

আরও পড়ুন ড্রাগ যোগের প্রশ্নের মাঝেই ফের একবার দীপিকার 'বিতর্কিত' লাভ লাইফ নিয়ে শুরু হল জোর চর্চা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এর আগে এমন একটি গল্প দেখা গিয়েছিল বাধাই হো ছবিতে৷ যদিও সেখানে কোনও পুত্রবধূর চরিত্র ছিল না৷ গর্ভবতী মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল নিনা গুপ্তাকে৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
ছেলে-বৌমার থেকে গুড নিউজ না পেয়ে, 'লোক-লজ্জা' থেকে বাঁচতে নিজেই গর্ভবতী হলেন শাশুড়ি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল