ড্রাগ যোগের প্রশ্নের মাঝেই ফের একবার দীপিকার 'বিতর্কিত' লাভ লাইফ নিয়ে শুরু হল জোর চর্চা
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এনসিবি দফতরে হাজিরার পর, ফের দীপিকাকে নিয়ে পুরনো কাসন্দি ঘাঁটা শুরু করলেন নিন্দুকরা
•পর্দায় তিনি মোহময়ী! তিনি অপরূপা, মার্জিত৷ দীপিকার রূপের ছটায় পুরুষ মন বিদ্ধ হয় বারবার৷ তাঁর সঙ্গেই তিনি সাহসী, সাবলীল, বুদ্ধিমতী৷ রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী একেই বোধহয় বলে৷ তাই ছেলেরা তাঁর প্রেমে পড়বেন সেটা তো স্বাভাবিক৷ রণবীর সিং-এর ঘরণী দীপিকার লাভ লাইফের লিস্টও তাই বেশ লম্বা এবং গসিপে মোড়া৷ ড্রাগ মামলায় তাঁর নাম উঠে আসতেই ফের একবার সেই বিতর্কিত প্রেম কাহিনি নিয়েও শুরু হল আলোচনা৷
advertisement
•সুশান্ত সিং মৃত্যু মামলায় এখন সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে বলিউডে ড্রাগ সরবরাহ ও ড্রাগ সেবনের জল্পনা৷ কোন কোন তারকা যুক্ত ড্রাগের সঙ্গে, একে একে তাঁদের নাম তুলে ধরছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো৷ ড্রাগ নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে দীপিকাকেও৷ ড্রাগ নিয়ে যে চ্যাট গ্রুপ রয়েছে তার অ্যাডমিন নাকি তিনি৷ এমনই খবর৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
•এরপরই দীপিকাকে ঘনঘন দেখা যেতে কিংফিশারের মালিক বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়ার সঙ্গে৷ মালিয়ার সংস্থা কিংফিশারের ক্যালেন্ডার গার্ল ছিলেন দীপিকা। আইপিএল-এর ম্যাচ চলাকালীন সিদ্ধার্থ মালিয়া এবং দীপিকা পাডুকনের ঘনিষ্ঠ ছবিও ক্যামরায় ধরা পড়ে সেই সময়। এমনকী, সিদ্ধার্থ মালিয়ারা সঙ্গে দীপিকার বিয়ে নিয়েও এক সময় গুঞ্জন শোনা যায়। কিন্তু, শেষ পর্যন্ত সেই প্রেম টেকেনি৷
advertisement
advertisement
•এরপরই দীপিকার জীবনে আসে রণবীর কাপুর৷ প্রেমে পাগল হয়ে যান দীপিকা৷ রণবীরের নাম নিয়ে শরীরে ট্যাটুও বানিয়ে ফেলেন তিনি৷ অনেক স্বপ্ন ছিল এই প্রেম নিয়ে৷ দু’জনেই তখন বলিউডে কাজ শুরু করেছেন এবং নামও হচ্ছে তাঁদের৷ দুই অভিনেতাই দাপুটে৷ অনস্ক্রিন তাঁরা রীতিমত সাধারণের মনে দোলা দেয়৷ কিন্তু বাস্তবে সেই সম্পর্ক টিকল না৷ এই সম্পর্ক ভাঙতে খুবই কষ্ট পান দীপিকা৷
advertisement
•শেষ পর্যন্ত রণবীর সিং-এর সঙ্গ প্রেম এবং বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউডের এই সময়ের সেরা অভিনেত্রী৷ স্বামী হিসেবে দীপিকাকে সব সময় সমর্থন করেছেন রণবীর৷ তাঁর আদরের দীপুকে তিনি সবসময় চোখে হারান তিনি৷ এমনকি এনসিবির সমনে গোয়া থেকে ফেরার সময়ও শক্ত করে ধরেছিলেন স্ত্রীর হাত৷ যেন বার্তা দিলেন, তোমার পাশে আমি ছিলাম, আছি, থাকব৷