TRENDING:

The Red Files: বানতলা ধর্ষণ কাণ্ডের নৃশংস ঘটনা এবার বড়পর্দায়, আসছে কিঞ্জল-বিদীপ্তার 'দ্য রেড ফাইলস'

Last Updated:

The Red Files: শুক্রবার মুক্তি পেতে চলেছে 'দ্য রেড ফাইলস'। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি দর্শকদের মনে ধরবে এমনটাই আশা গোটা টিমের। 'দ্য রেড ফাইলস' আরও অনেক সত্যের ফাইল খুলে দেবে এমনটাই আশ্বাস দিচ্ছেন পরিচালক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রকাশিত হল কিংশুক দে পরিচালিত ছবি ‘দ্য রেড ফাইলস’ ছবির অফিসিয়াল ট্রেলার। উপস্থিত ছিলেন ছবির অভিনেতা কিঞ্জল নন্দ, জুঁই সরকার, তানিশকা রায়, অভীরূপ চৌধুরী, সঞ্জীব ঘোষ, দেবপ্রসাদ হালদার ছাড়াও অনেকে। ছিলেন ছবির সংগীত পরিচালক সৌম্য ঋত।
প্রকাশ পেল 'দ্য রেড ফাইলস' ছবির ট্রেলার
প্রকাশ পেল 'দ্য রেড ফাইলস' ছবির ট্রেলার
advertisement

১৯৯০-এর বানতলা ধর্ষণ কাণ্ডের ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। তবে শুধু বানতলা নয়, ধর্ষণ নামক আদিম নৃশংস ব্যাধির প্রতি এক সোচ্চার প্রতিবাদ এই ছবি। কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় রয়েছেন কিংশুক দে। ক্যামেরায় রয়েছেন শুভদীপ নস্কর। ছবির সৃজণশীল পরিচালনা ও পোশাক পরিকল্পনা করেছেন সংযুক্তা দেব রায়। ছবির সম্পাদনা করছেন অমিত নস্কর।

advertisement

ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মুমতাজ সরকার, বিদীপ্তা চক্রবর্তী, কিঞ্জল নন্দ, তানিশকা রায়, অভিরূপ চৌধুরী, দেবপ্রসাদ হালদার, দীপক হালদার, প্রমুখ। ছবিতে গান গেয়েছেন নচিকেতা চক্রবর্তী, পাপন, ও লগ্নজিতা চক্রবর্তী।

আরও পড়ুন: নতুন প্রেমে বুঁদ দিতিপ্রিয়া! ‘একাধিক নাম জুড়েছে আগে, তাই…’ প্রেমিককে নিয়ে মুখ খুললেন ‘রাণী রাসমণি’, পাত্র কে

advertisement

পরিচালক কিংশুক দে ছবির বিষয়ে বলেন, “আমাদের ছবি এখন মুক্তির আগের প্রস্তুতি নিয়ে সবাই খুব ব্যস্ত। আজ ছবির ট্রেলার আত্মপ্রকাশ হল, খুবই পরিশ্রম করে, এই ছবি তৈরি করেছি আমরা। অনেক রিসার্চ, অনেক অন্বেষণের পর আজ ‘রেড ফাইলস’ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রায় তৈরি। আশা করি দর্শক সচেতন ভাবে এই ছবি দেখবেন। কেবল বিনোদন নয়, এই ছবি বাঙালির বোধোদয় করবে, প্রতিবাদের রসদ হয়ে উঠবে। এই ছবি শুধু বানতলা ধর্ষণ কাণ্ড নয়, পরবর্তী সময় ঘটে যাওয়া সমস্ত ধর্ষণের প্রতি সোচ্চার প্রতিবাদ এই ছবি। আশা করি দর্শকদের এই ছবির ট্রেলার ভাল লাগবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুক্রবার মুক্তি পেতে চলেছে ‘দ্য রেড ফাইলস’। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি দর্শকদের মনে ধরবে এমনটাই আশা গোটা টিমের। ‘দ্য রেড ফাইলস’ আরও অনেক সত্যের ফাইল খুলে দেবে এমনটাই আশ্বাস দিচ্ছেন পরিচালক।

বাংলা খবর/ খবর/বিনোদন/
The Red Files: বানতলা ধর্ষণ কাণ্ডের নৃশংস ঘটনা এবার বড়পর্দায়, আসছে কিঞ্জল-বিদীপ্তার 'দ্য রেড ফাইলস'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল