আরও পড়ুনঃ সাফল্য পেতেই 'নকল' করছেন শাহরুখকে? সলমনের ভোলবদল দেখে অবাক সকলেই
অর্ঘ দীপ চ্যাট্টোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘চিরসখা হে’-র গল্প আবর্তিত হয় ঈশান এবং তিলোত্তমাকে ঘিরে। ঈশানের চরিত্রে দেখা যাবে ঈশান মজুমদারকে এবং তিলোত্তমা হয়ে উঠেছেন তনুশ্রী চক্রবর্তী। অতীতে ঈশানকে দেখা গিয়েছে ‘গুলদাস্তা’ ও ‘অভিযাত্রিক’ ছবিতে।এই ছবিতে ঈশান এবং তনুশ্রী ছাড়াও খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মিঠু চক্রবর্তী ও বরুণ চন্দকে। ভালোবসা, মান-অভিমান দিয়েই মোড়া চিত্রনাট্যটি বুনেছেন অভীক রায় ও সুজয়নীল বন্দ্যোপাধ্যায়।
advertisement
আরও পড়ুনঃ বাংলায় ফের অরিজিৎ, কমল টিকিটের দাম! কোথায়, কবে শুনতে পাবেন বলি গায়কের গান, জানুন
সম্প্রতি, মুক্তি পেয়েছে এই ছবির ট্রলার। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক থেকে ছবির কলাকুশলীরা। 'চিরসখা হে’-তে সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন সৌম্য রিত। ১০ মার্চ ২০২৩-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়ের সিনেমা ‘চিরসখা হে’।
