পণ্ডিত রবি শঙ্করকে উৎসর্গ করে শহরে শাস্ত্রীয় উৎসবের আসর
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
১১ জানুয়ারি তবলায় পণ্ডিত কুমার বোস, রোহেন বোস, সেতারে উস্তাদ শাহিদ পারভেজ খান, সেতার ও সরোদের যুগলবন্দী জয়ন্ত বন্দ্যোপাধ্যায় ও কৌশিক মুখোপাধ্যায়
advertisement
1/5

কলকাতা: সম্বন্ধ-এর এই সিজিন আগামী ১০ জানুয়ারি, ১১ জানুয়ারি জি.ডি.বিড়লা সভাঘরে, বিকেল ৫টা থেকে অনুষ্ঠিত হবে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের উদযাপনে দুই দিনের উৎসবে শিল্পীরা পণ্ডিত রবি শঙ্করকে স্মরণ করবেন।
advertisement
2/5
এই অনুষ্ঠান তাঁকেই উৎসর্গ করা হয়েছে। উদ্যোগে প্রেরণা সেন্টার ফর পারফর্মিং আর্টস। ১০ই জানুয়ারি, ওড়িশি সোলো নৃত্য পরিবেশন করবেন বিদুষী সুজাতা মহাপাত্র, কন্ঠ সঙ্গীতে ওমকার দাদরকার, উজ্জল ভারতী, মালয়েশিয়ার পিএফএ ইনার স্পেস ডান্স উমেষ শেট্টির সংস্থার নৃত্য পরিবেশন, কত্থক নৃত্য পরিবেশনা প্রেরণা পারফর্মিং আর্টস এর , পরিচালনায় লুনা পোদ্দার।
advertisement
3/5
১১ জানুয়ারি তবলায় পণ্ডিত কুমার বোস, রোহেন বোস, সেতারে উস্তাদ শাহিদ পারভেজ খান, সেতার ও সরোদের যুগলবন্দী জয়ন্ত বন্দ্যোপাধ্যায় ও কৌশিক মুখোপাধ্যায়, শেষে কত্থক পরিবেশন করবেন প্রেরণা সেন্টার ফর পারফর্মিং আর্টস এর ডিরেক্টর লুনা পোদ্দার।
advertisement
4/5
লুনা পোদ্দার, একজন প্রখ্যাত নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার, তাঁর নৃত্য প্রতিষ্ঠান "প্রেরনা, সেন্টার ফর পারফর্মিং আর্টস ২০০২ সালে যাত্রা শুরু করে।
advertisement
5/5
তিনি বলেন, "এটা একটা বৈঠাকি সংস্কৃতির প্রচার যা আমাদের দীর্ঘ হারানো ঐতিহ্যগুলির মধ্যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্য এবং থিয়েটারের বিভিন্ন রূপকে একত্রিত করে। আমাদের এই উৎসব সম্বন্ধ, ভারতীয় ঐতিহ্যকে মেনে চলার পাশাপাশি নতুনত্ব ও অভিনবত্বের সাথে মিশে গেছে।" এই অনুষ্ঠানে আলোর মায়াজাল বুনবেন দীনেশ পোদ্দার।