সেই ছবির গান 'পিয়া জাগো' রিলিজ করেছে ইতিমধ্যেই৷ মাত্র একদিনেই চার লক্ষ শ্রোতারা শুনে ফেলেছেন গানটি। সুর তাল ও গানের প্রশংসায় কমেন্টের বন্যা বইছে। গানটি গেয়েছেন ইশান মিত্র। সুর দিয়েছেন অমিত-ইশান।
রুদ্ধশ্বাস, ভিন্ন স্বাদের রহস্য রোমাঞ্চ ও সম্পর্কের নানান পাটিগণিতে ভরপুর সমরেশ মজুমদারের উপন্যাস জালবন্দী৷ সেই উপন্যাস অবলম্বনে ছবি তৈরি করেছেন পরিচালক পীযুষ সাহা৷ ছবিটি মুক্তি পাচ্ছে জুন মাসের সতেরো তারিখে।
advertisement
বারবার দর্শকদের নতুন ধরণের গল্প বলতে চেয়েছেন পরিচালক পীযূষ সাহা৷ নিজের ছবির মাধ্যমে তুলে এনেছেন নতুন নতুন মুখ৷ তাঁর হাত ধরেই অঙ্কুশ, শুভশ্রী, রুবেলের রূপোলী পর্দার সঙ্গে প্রথম পরিচয়। গ্যাঁড়াকল, তুলকালাম, কেল্লাফতে, রাজু আঙ্কেল, বাজিমাত, নীল আকাশের চাঁদনী, বেপরোয়া-এর মত সমস্ত হিট ছবি ইন্ডাস্ট্রিকে খারাপ সময়েও দিশা দেখিয়েছে। উপহার দিয়েছেন আজকের জনপ্রিয় তারকাদের। জালবন্দী ছবির মধ্যে দিয়ে আবার একদম নতুন মুখ 'প্রিন্স'কে দর্শকদের উপহার দিতে চলেছেন তিনি।