TRENDING:

Bengali Film Jaalbandi: রহস্যে মোড়া ছবি জলবন্দী, 'পিয়া জাগো' গানে মিলল ইঙ্গিত...

Last Updated:

সমরেশ মজুমদারের উপন্যাস জালবন্দী অবলম্বনে ছবি তৈরি করেছেন পরিচালক পীযুষ সাহা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাবার আকস্মিক মৃত্যুর পর ওলট পালট হয়ে যায় অনীশের জীবন৷ সংসার চালাতে এবং নিজের অস্বিত্ব বজায় রাখতে বীমা এজেন্ট হিসেবে কাজ শুরু করে সে৷ যে সব স্বপ্ন নিয়ে এগোতে চেয়েছিল জীবন, তা ভেঙে যায় মুহূর্তে৷ এক অদ্ভূত সংগ্রামের মধ্যে দিয়ে এগোতে থাকে অনীশ৷ জড়িয়ে পড়ে নানা অযাচিত পরিস্থিতির জালে৷ তার জীবন ঘিরে ঘটে চলে নানা ঘটনা৷ শেষ পর্যন্ত এই জাল ছিঁড়ে বেড়িয়ে আসতে পারবে সে, সেই নিয়ে তৈরি ছবি জলবন্দী৷ প্রিন্স এন্টারটেইনমেন্ট পি ফোরের প্রযোজনায় তৈরি হয়েছে ছবিটি৷ ছবিতে অভিনয় করেছেন দীপঙ্কর দে, পায়েল সরকার, জুন মালিয়া, দর্শনা বণিক, প্রিন্স প্রাচুর্য, পম্পা সাহা, খরাজ মুখোপাধ্যায়, পুষ্পিতা মুখোপাধ্যায় ও রণজয়।
advertisement

সেই ছবির গান 'পিয়া জাগো' রিলিজ করেছে ইতিমধ্যেই৷ মাত্র একদিনেই চার লক্ষ শ্রোতারা শুনে ফেলেছেন গানটি। সুর তাল ও গানের প্রশংসায় কমেন্টের বন্যা বইছে। গানটি গেয়েছেন ইশান মিত্র। সুর দিয়েছেন অমিত-ইশান।

রুদ্ধশ্বাস, ভিন্ন স্বাদের রহস্য রোমাঞ্চ ও সম্পর্কের নানান পাটিগণিতে ভরপুর সমরেশ মজুমদারের উপন্যাস জালবন্দী৷ সেই উপন্যাস অবলম্বনে ছবি তৈরি করেছেন পরিচালক পীযুষ সাহা৷ ছবিটি মুক্তি পাচ্ছে জুন মাসের সতেরো তারিখে।

advertisement

আরও পড়ুন Priyanka Bhattacharjee: "এমনিতে আমি পার্টি করি না, কিন্তু করলে যা হয়"....পার্টিতে নায়িকার ভিডিও দেখুন!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বারবার দর্শকদের নতুন ধরণের গল্প বলতে চেয়েছেন পরিচালক পীযূষ সাহা৷ নিজের ছবির মাধ্যমে তুলে এনেছেন নতুন নতুন মুখ৷ তাঁর হাত ধরেই অঙ্কুশ, শুভশ্রী, রুবেলের রূপোলী পর্দার সঙ্গে প্রথম পরিচয়। গ্যাঁড়াকল, তুলকালাম, কেল্লাফতে, রাজু আঙ্কেল, বাজিমাত, নীল আকাশের চাঁদনী, বেপরোয়া-এর মত সমস্ত হিট ছবি ইন্ডাস্ট্রিকে খারাপ সময়েও দিশা দেখিয়েছে। উপহার দিয়েছেন আজকের জনপ্রিয় তারকাদের। জালবন্দী ছবির মধ্যে দিয়ে আবার একদম নতুন মুখ 'প্রিন্স'কে দর্শকদের উপহার দিতে চলেছেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Film Jaalbandi: রহস্যে মোড়া ছবি জলবন্দী, 'পিয়া জাগো' গানে মিলল ইঙ্গিত...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল