Priyanka Bhattacharjee: "এমনিতে আমি পার্টি করি না, কিন্তু করলে যা হয়"....পার্টিতে নায়িকার ভিডিও দেখুন!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
টিভির জনপ্রিয় মুখ প্রিয়াঙ্কা পা রেখেছেন বড় পর্দায়৷ এমনকী বলিউডেও কাজ শুরু করছেন
#কলকাতা: 'আমি এমনিতে পার্টি করি না, কিন্তু যখন করি'... এই ছিল তাঁর ইনস্টাগ্রামে ক্যাপশন৷ সঙ্গে একটি দুর্দান্ত নাচের ভিডিও৷ প্রাণ খুলে, অপূর্ব নাচছেন প্রিয়াঙ্কা৷ যা দেখে অনেকের মনে পড়বে দিল তো পাগল হ্যায় ছবির ডান্স অব এনভির কথা৷ তবে এখানে কোনও প্রতিযোগিতা নেই৷ প্রিয়াঙ্কা নিজেই নাচছেন, শুধুমাত্র আনন্দ করতে৷ কাওকে তোয়াক্কা করছেন না, শুধু নজর রয়েছে তাঁর ক্যামেরার দিকে৷ শাহো ছবির ব্যাড বয়ের সঙ্গে চলছে তাঁর মন ভোলানো নাচ! যা ভক্তরা দেখছেন মুগ্ধ হয়ে৷ হাজার হাজার মানুষ প্রিয়াঙ্কার নাচ পছন্দ করেছেন এবং অনেকেই প্রশংসা করে কমেন্ট করেছেন৷ এসব দেখে খুবই হাসছেন অভিনেত্রী৷
টিভির জনপ্রিয় মুখ প্রিয়াঙ্কা পা রেখেছেন বড় পর্দায়৷ এমনকী বলিউডেও কাজ শুরু করছেন মিষ্টি বাবলি (প্রিয়াঙ্কার ডাক নাম এবং এ নামেও তিনি পরিচিত)৷ তিনি বলছেন যে, কোনও দিন তিনি নাচ শেখেননি৷ নাচের কোনও তালিম নেওয়া হয়নি কখনও৷ তবে ছোট থেকে নাচের প্রতি টান অনুভব করেছেন৷ টিভি দেখে খুব সহজেই শিখে নিয়েছেন নাচের স্টেপ৷ সেভাবেই তৈরি হয়েছে তাঁর নাচের প্রতি দক্ষতা৷ এক কথায় নাচতে ভালবাসেন প্রিয়াঙ্কা৷ তাই তো এমন নিঁখুত নাচতে পারেন তিনি৷ প্রিয়াঙ্কা বলছেন, 'আমি সব ধরণের নাচ খুব তাড়াতাড়ি রপ্ত করতে পারি৷ আর নাচলে মন ভাল থাকে৷'
advertisement
advertisement
advertisement
তবে কি নিয়মিত পার্টিতে নাচ হয়? 'না, আমি একদম পার্টি করি না৷ খুব কম আমায় এভাবে দেখা যায়৷ তাও আবার পরিবারের সাথে৷ জন্মদিনের সপ্তাহ বলে পরিবারের সঙ্গে বাইরে গিয়েছিলাম৷ আর তখন ইচ্ছে হল নাচার৷' সোজা জবাব অভিনেত্রীর৷ তিনি জানিয়েছেন যে বছরে এক-আধদিন তিনি পার্টি করেন৷ পার্টিতে প্রচুর লোকের সামনে তিনি একেবারেই সচ্ছ্বন্দ বোধ করেন না৷
advertisement
উল্লেখ্য অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে তিনি মামণি বলে ডাকেন৷ অপরাজিতা তাঁকে মেয়ে বলে মনে করেন৷ তাই প্রিয়াঙ্কার পার্টিতে অপা মা-ও ছিলেন৷ ছিলেন প্রিয়াঙ্কার পরিবারের অন্যান্যরাও৷ সেখানেই সকলের সামনে নেচে মাত করলেন প্রিয়াঙ্কা৷
পরিচালক পাভলের ছবি মনখারাপে কাজ করেছেন প্রিয়াঙ্কা৷ পাভেলের পরবর্তী ছবি ডাক্তারকাকু-তে রয়েছেন তিনি৷ কাজ করেছেন হিন্দি ছবিতে৷ নাম তাল্লুক৷ অভিনেতা বিনয় পাঠকের সঙ্গে কাজ করতে পেরে আপ্লুত প্রিয়াঙ্কা৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 09, 2022 6:09 PM IST