TRENDING:

Bengali Cinema: বড় পর্দায় আসছে রাপ্পা রায়, মুখ্য চরিত্রে সৌম্য মুখোপাধ্যায়, প্রকাশ্যে চরিত্রের ফার্স্ট লুক

Last Updated:

ছবিতে রাপ্পার চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়কে। অন্যদিকে গল্পের বিখ্যাত অভিনেত্রী ডলফিন চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অলিভিয়া সরকারকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বড় পর্দায় এবারে আসছে “রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম”। এবারে সুযোগ বন্দ্যোপাধ্যায়-এর কমিক্স নিয়ে কাজ করছেন পরিচালক ধীমান বর্মন। একগুচ্ছ স্টার কাস্ট নিয়ে শ্যুটিং শুরু হবে কয়েকদিনের মধ্যে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়। ছবির আরও প্রধান চরিত্রে অভিনয় করছেন অলিভিয়া সরকার, দেবাশীষ মণ্ডল,দেবাশীষ রায়, রজতাভ দত্ত, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রাশীষ রায়, সুজন বন্দ্যোপাধ্যায়, রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, লিজা গোস্বামী, সব্যসাচী চৌধুরী ও অন্যান্যরা। ক্রাইম, কমেডি, ফ্যান্টাসি সবকিছু নিয়ে এই ছবি ” রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম”।
News18
News18
advertisement

ছবিতে রাপ্পার চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়কে। অন্যদিকে গল্পের বিখ্যাত অভিনেত্রী ডলফিন চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অলিভিয়া সরকারকে। পরিচালক ধীমান বর্মন জানান “রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম” নিয়ে কাজ করার ইচ্ছা বহুদিন থেকে ছিল। অনেকটা প্ল্যান করে এই ছবি নিয়ে এগোচ্ছি। কমেডি থেকে ফ্যান্টাসি সব কিছু থাকবে এই ছবিতে। আমরা খুব তাড়াতাড়ি শ্যুটিং শুরু করবো। ছবিতে রাপ্পা চরিত্রে সৌম্য মুখোপাধ্যায় কে আশা করছি দর্শকদের ভালো লাগবে”।

advertisement

আরও পড়ুনKolkata Street Music Festival: সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ, পঞ্চম সিজনে পথ সঙ্গীত শিল্পীরা উদযাপন করলেন কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ছবির সিনেমাটোগ্রাফি করছেন অনুজিৎ কুন্ডু, মিউজিকের দ্বায়িত্বে রয়েছেন সমিধ মুখোপাধ্যায়। ছবির শ্যুটিং হবে কলকাতা শহরে ও কলকাতার বাইরে। খুব তাড়াতাড়ি ছবির শ্যুটিং শুরু হবে। “ধীমান বর্মন প্রোডাকশনস” এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি “রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম”।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Cinema: বড় পর্দায় আসছে রাপ্পা রায়, মুখ্য চরিত্রে সৌম্য মুখোপাধ্যায়, প্রকাশ্যে চরিত্রের ফার্স্ট লুক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল