আরও পড়ুনঃ ‘নাটু নাটু’ না চললেই বিপদ করিনার বাড়িতে! জেহ কী করে জানেন? হাসির রোল নেটপাড়ায়
রোম্যান্টিক গানটি গেয়েছেন অন্তরা মিত্র এবং ঈশান মিত্র। অমিত চট্টোপাধ্যায় কম্পসিশন এবং ঋতম সেন সেনের রচনা এই গানের মেরুদণ্ড। গিটারে শুভময় চৌধুরী এবং বাঁশিতে স্বরজিৎ রাতুল গুহ এই গানটিকে প্রাণ দিয়েছেন।গানের দৃশ্যে ঋতাভরী চক্রবর্তী ও আবীর চট্টোপাধ্যায়কে একে অপরের সঙ্গে রোম্যান্টিক মেজাজে দেখা গিয়েছে। গানটি খুব সহজ সরল দাম্পত্যের কথা বলেছে।
advertisement
উইন্ডোজ প্রোডাকশন সমাজের নানা সমস্যা তাঁদের ছবির মধ্যমে তুলে ধরে। এই ছবিটি মূলত বডি শেমিং-এর বিরুদ্ধে কথা বলবে। স্বাস্থ্যবান চেহারার মানুষদের অনেক সময়ই নানা কটূক্তির শিকার হতে হয়। অনেক সময় তাঁরা তাঁদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। আর তাঁদের সবার হয়ে কথা বলবে এই কাহিনির নায়িকা ফুলোরা ভাদুড়ির, যার চরিত্রে ঋতাভরী চক্রবর্তীকে দেখা যাবে। ফুলোরা, শহরতলির একজন দর্জি যে ডিজাইনিং করে অনুভূতি দিয়ে এবং ভালবেসে। কিন্তু চেহারা ভারী হওয়ার কারণে তাঁকে উপহাসের স্বীকার হতে হয়। তিনি কী করে এই প্রতিকূলতা পিছনে ফেলে এগিয়ে যাবেন সেই নিয়েই এই ছবির চিত্রনাট্য। ঋতাভরীর স্বামীর চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে।
প্রায় এক বছর আগে এই ছবির প্রথম টিজার মুক্তি পেয়েছিল। ১২ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। উইন্ডোজ প্রোডাকশনের কাজ নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে সবসময়ই। তার উপর প্রথমবারের জন্য জুটি বাঁধতে চলেছেন ঋতাভরী ও আবীর। তাই এবার দেখার ১২ মে হলে মুক্তি পাওয়ার পর এই ছবি কতটা সাড়া ফেলতে পারে বক্সঅফিসে।