TRENDING:

Bengali Music: রবীন্দ্র সৃষ্টি নিয়ে আত্মপ্রকাশ নতুন ব্যান্ড সাম্পানের

Last Updated:

Bengali Music:বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার তাগিদেই এই দল নতুন করে চর্চা শুরু করেছে রবীন্দ্র সৃষ্টি নিয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নতুন গানের দল সাম্পান যাত্রা শুরু করল। রবীন্দ্রনাথের গান ও লেখা নিয়ে যাত্রা শুরু করল এই নতুন ব্যান্ডটি কাজ করছে মূলত রবীন্দ্রনাথের গান ও লেখা নিয়ে। উল্লেখ্য, এটি সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত একটি গানের দল। চিত্তরঞ্জন মেমোরিয়াল সোসাইটির সঙ্গে মিলে এই গানের দল তৈরি হয়েছে। তবে এত কথা বলার আগে একটা কথা বলা দরকার, এই গানের দলটি কিন্তু এই রাজ্যে কাজ করছে না। নিজের রাজ্য থেকে অনেক দূরে, দিল্লিতে এই গানের দল নিজের কাজ করছে। বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার তাগিদেই এই দল নতুন করে চর্চা শুরু করেছে রবীন্দ্র সৃষ্টি নিয়ে।
advertisement

বাংলা ভাষায় সাম্পান শব্দের অর্থ ছোট নৌকা। যেন তেমনই এক ছোট নৌকার ভেলায় ভেসে এই দল তুলে আনছে বাংলা সংস্কৃতির অঙ্গনে তৈরি হওয়া সঙ্গীত ও ভাষ্যের নানা দিক। দলের কর্ণধার স্বরূপা মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই যাত্রাপথ তৈরি করেছে এক দৃশ্য়কল্প, যা প্রবাসে থাকা বাঙালিদের মনে এনে জমা করেছে এই রাজ্যের জীবনগাথা। বাঙালি দর্শকরা তাই অভিভূত এই গান শুনে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Music: রবীন্দ্র সৃষ্টি নিয়ে আত্মপ্রকাশ নতুন ব্যান্ড সাম্পানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল