বাংলা ভাষায় সাম্পান শব্দের অর্থ ছোট নৌকা। যেন তেমনই এক ছোট নৌকার ভেলায় ভেসে এই দল তুলে আনছে বাংলা সংস্কৃতির অঙ্গনে তৈরি হওয়া সঙ্গীত ও ভাষ্যের নানা দিক। দলের কর্ণধার স্বরূপা মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই যাত্রাপথ তৈরি করেছে এক দৃশ্য়কল্প, যা প্রবাসে থাকা বাঙালিদের মনে এনে জমা করেছে এই রাজ্যের জীবনগাথা। বাঙালি দর্শকরা তাই অভিভূত এই গান শুনে।
advertisement
Location :
First Published :
August 06, 2022 11:09 PM IST