TRENDING:

‘ডার্লিং তোমার পা ভাঙল কীভাবে?’ মিমি-র ইনস্টাগ্রামে নেটিজেনদের উঁকিঝুঁকি !

Last Updated:

রাজ চক্রবর্তীর সঙ্গে ধুমধাম করে বিয়ে হয়ে গিয়েছে শুভশ্রীর ৷ বিয়ে পর্ব মিটতেই দু’জনেই শুরু করে দিয়েছেন কাজ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ চক্রবর্তীর সঙ্গে ধুমধাম করে বিয়ে হয়ে গিয়েছে শুভশ্রীর ৷ বিয়ে পর্ব মিটতেই দু’জনেই শুরু করে দিয়েছেন কাজ ৷ তবে এরই মাঝে নিউইয়র্কেও ঘুরেও এসেছেন বাংলার হট ফেভারিট জুটি রাজ-শুভশ্রী ৷ কিন্তু দেখুন দেখি কী কাণ্ড ? রাজ-শুভশ্রীর মধ্যে সুযোগ পেলেই ঢুকে পড়ছেন মিমি ! আর তারপরেই শোরগোল শুরু হচ্ছে ইন্টারনেট জুড়ে !
advertisement

তবে এর জন্য একেবারেই দায়ী করা যাবে না মিমি চক্রবর্তীকে ৷ মিমি এ ব্যাপারে একেবারেই অজানা ৷ বরং নেটিজেনরা অনবরত ফলো করেই চলেছেন মিমিকে ৷ মিমি কিছু একটা করলেই ঝাঁপিয়ে পড়ছেন তারা ৷ ব্যস, আর কি ? গুঞ্জন উড়ছে টলিউডে ৷

এবারের গপ্পোটা হল একেবারেই অন্যরকম ৷ সম্প্রতি, ইনস্টাগ্রামে নিজের পায়ের ছবি পোস্ট করেছেন মিমি ৷ বালিশের ওপর পা রেখে, ঘরের বারন্দার ছবি তুলেছেন তিনি ৷ আর সেই ছবি নিয়েই শোরগোল শুরু করেছে নেটিজেনরা ৷ কেউ যেমন, জানতে চাইছেন মিমির পায়ের খবর, তেমনি কেউ কেউ ‘অশ্লীল’ ভঙ্গিতে জানতে চাইছেন, মিমির পা ভাঙল কী করে? কেউ কেউ আবার মিমির পায়ের প্রশংসায় পঞ্চমুখ ৷

advertisement

আরও পড়ুন 

টপলেস হলেন ইলিয়ানা ! তুমুল শোরগোল ইনস্টাগ্রামে

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

তবে এই নিয়ে একেবারেই মাথআ ঘামাচ্ছেন না মিমি ৷ বরং, তিনি ব্যস্ত নিজের ছবি ‘ক্রিসক্রস’-এর প্রোমোশনেই ব্যস্ত !

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ডার্লিং তোমার পা ভাঙল কীভাবে?’ মিমি-র ইনস্টাগ্রামে নেটিজেনদের উঁকিঝুঁকি !