ইনফ্লুয়েন্সার বিবেক পাঙ্গেনির মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তাঁর ভক্তরা৷ সোশ্যাল মিডিয়ায় বিবেক ও তাঁর স্ত্রী সৃজনা সুবেদী৷ নিজেদের একাধিক মুহুর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতেন তারা৷ ছোটবেলার প্রেমিকাকে বিয়ে করেই নতুন জীবন শুরু করেছিলেন বিবেক ও সৃজনা৷
advertisement
জ্যোতির্বিদ্যা ও পদার্থবিদ্যায় পিএইচডি করতে ইউনিভার্সিটি অব জর্জিয়ায় ভর্তি হন বিবেক। সেখানেও পাশে ছিলেন স্ত্রী। ভালই কাটছিল দু’জনের সংসার। কিন্তু তারপর ঘটল আচমকা ছন্দপতন৷ ২০২২ সালে ব্রেন টিউমার ধরা পড়ে বিবেকের। মুহূর্তের মধ্যে সবটা যেন ওলট পালট হয়ে যায়৷ সেদিন থেকেই শুরু হল কঠিন লড়াই৷
জীবনের কঠিন থেকে কঠিন মুহূর্তগুলিও সকলের সঙ্গে শেয়ার করতেন বিবেকের স্ত্রী সৃজনা৷ তারপর থেকে ধীরে ধীরে বিবেকের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করল৷ তারপর চিকিৎসকরা জানালেন, বিবেকের হাতে আর মাত্র ৬ মাস সময় রয়েছে৷ এই শেষের ৬ মাস জীবনটা একটু অন্যভাবে কাটাতে চেয়েছিলেন দু’জনে৷ তবে কোনওভাবেই আর শেষরক্ষা হল না৷ সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন বিবেক৷ তাঁর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন ভক্তরা৷