TRENDING:

বিয়ে সেরে ফেললেন নেহা কক্কর ! কান্না চেপে রেখে বউয়ের সাজে বিদায় জানালেন মাকে !

Last Updated:

গতকাল গায়ে হলুদের নিয়ম হয়েছে। মেহেন্দিও হয়েছে। আজ হল বিয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  নেহা কক্করের আজ বিয়ে। কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের ভালোবাসার মানুষ রোহনপ্রীতের কথা জানিয়েছিলেন নেহা কক্কর। শোনা গিয়েছিল ২৪ তারিখ তাঁর বিয়ে। কিন্তু তা নিয়ে কিছু না জানিয়েই একটি মিউজিক অ্যালবাম লঞ্চ করেছেন নেহা। 'নেহু দ্য বিহা' সেখানে রোহনপ্রীত গান করেছেন তাঁর সঙ্গে। এর পরেই সকলে বলতে শুরু করেন তার মানে এবারেও বিয়েটা করছেন না নেহা। কিন্তু না সকলকে ভুল প্রমান করলেন নেহা।
advertisement

তিনি বিয়ে করছেন। আজই তাঁর বিয়ে। গতকাল গায়ে হলুদের নিয়ম হয়েছে। মেহেন্দিও হয়েছে। আজ হল বিয়ে। একেবারে বউয়ের সাজে বিয়ের মণ্ডপের দিকে রওনা হলেন নেহা। কিন্তু যাওয়ার সময় বার বার পিঁছন ফিরে বাড়ির লোককে খুঁজছিলেন তিনি। কান্না আটকে বিয়ের মণ্ডপে গেলেন তিনি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়। এর পর বিয়ের ভিডিও-ও শেয়ার করা হয়।

advertisement

    রোহনকে মালা পরিয়ে বিয়ে করলেন নেহা।

সেরা ভিডিও

আরও দেখুন
ছিপছিপে চেহারা, পরনে ময়লা পোশাক, পেশায় দিনমজুর আদিবাসী বৃদ্ধের ভুবন ভোলানো প্রতিভা
আরও দেখুন

একই সঙ্গে নেহার ভাই টনি কক্করকেও আজ বোনের বিয়েতে নাচ করতে দেখা যায়। দারুণ মজার সেই ভিডিও। বলিউডের অনেকেই উপস্থিত ছিলেন সেখানে। সুন্দর করে সাজানো হয়েছে নেহার বিয়ের আসর। সেই ভিডিও শেয়ার করা হয়েছে। সব জায়গাতেই বাজছে নেহার গান। অবেশেষে বিয়ে সারলেন নেহা। সকলেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের বিয়ের ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা মুহূর্তে ভাইরাল হয়।

বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ে সেরে ফেললেন নেহা কক্কর ! কান্না চেপে রেখে বউয়ের সাজে বিদায় জানালেন মাকে !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল