TRENDING:

শাশুড়ি রাজি ছিলেন না বিয়েতে, কী বলছেন নেহা !

Last Updated:

নেহার বাবা, মা রাজি থাকলেও এমন হুট করে বিয়ে চাননি অঙ্গদের মা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সেলিব্রিটি ওয়েডিং মানেই যেখানে ধুমধাম আর ফ্যাশনের টেক্কা, সেখানে একদম 'লো কি ওয়েডিং' সেরে নতুন ট্রেন্ড সেট করেছেন নেহা ধুপিয়া । যদিও, এমন চুপিসারে বিয়ে নিয়ে নিন্দুকরা কথা বলতেও ছাড়েনি । সন্তানসম্ভবা হওয়ার কারণেই নেহা চুপিচুপি বিয়ে করেছেন এমন গুজবও উঠেছে । এসবের মধ্যে নেহা-অঙ্গদ জানালেন কীভাবে একরাতের মধ্যেই বিয়ের প্ল্যান করেছেন তারা ।
advertisement

Neha Dhupia-Angad Bedi wedding. Image Courtesy: Twitter.

বিয়ের পর নেহা-অঙ্গদ প্রথম সাক্ষাত্কার দিয়েছেন একটি লাইফস্টাইল ওয়েবসাইটকে । সেখানেই নেহা জানান, শুধু করণ জোহরই জানতেন তাদের বিয়ের খবর । "বিয়ের একসপ্তাহ আগে করণের বাড়িতে আড্ডা মারতে গিয়ে বিয়ে করার কথা বলেছিলাম । করণই বলে বিয়ে করে নাও । বিয়ে করলে আমিই প্রথম ছবি ট্যুইট করব," এখনও মনে পড়লে হাসি পায় নেহার ।

advertisement

কিন্তু বিয়ের খবর লুকিয়ে রাখলেন কেন? অঙ্গদ বলেন, গোপন রাখার কোনও উদ্দেশ্য ছিল না । বিয়েটা শুধুই পরিসরেই রাখতে চেয়েছিলাম আমরা । একটা টি-শার্ট আর ট্র্যাকস্যুট নিয়ে যখন দিল্লি গিয়েছিলাম তখন জানতামই না বিয়ে করে ফিরব । শুধু একরাত কাটিয়ে ফিরে আসার কথা ছিল আমাদের ।

Neha Dhupia-Angad Bedi mehendi. Image Courtesy: Instagram.

advertisement

কীভাবে সব কিছু বদলে গেল একরাতে? নেহা জানাচ্ছেন, দিল্লি যাওয়ার পথেই নাকি বিয়ে নিয়ে আলোচনা শুরু হয় দুজনের । অঙ্গদ জানতেন নেহা বাবা, মাকে না জানিয়ে কিছুই করেন না । তাই বিয়ের প্রস্তাব নিয়ে একেবারে নেহার বাবা, মায়ের কাছেই পৌঁছে গিয়েছিলেন তিনি । নেহার বাবা, মা রাজি থাকলেও এমন হুট করে বিয়ে চাননি অঙ্গদের মা । আর পাঁচজন মায়ের মতো ছেলের ধুমধাম করে বিয়ে দিতেই চেয়েছিলেন তিনি । তবে অঙ্গদের বাবার শর্ত ছিল একটাই । ছেলের বিয়ের সময় গুরুদ্বারের বাইরে ওবি ভ্যানের লাইন তিনি চান না ।

advertisement

আরও পড়ুন: মা হতে চলেছেন নেহা ধুপিয়া !

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

"এরপরই একেবারে বিয়ে সেরেই ট্যুইটারে পোস্ট করার সিদ্ধান্ত নিই আমরা । যদিও জানতাম বন্ধুরা জানলেই মারতে আসবে," দুষ্টু হেসেই জানান নেহা ।

বাংলা খবর/ খবর/বিনোদন/
শাশুড়ি রাজি ছিলেন না বিয়েতে, কী বলছেন নেহা !