বিয়ের পর নেহা-অঙ্গদ প্রথম সাক্ষাত্কার দিয়েছেন একটি লাইফস্টাইল ওয়েবসাইটকে । সেখানেই নেহা জানান, শুধু করণ জোহরই জানতেন তাদের বিয়ের খবর । "বিয়ের একসপ্তাহ আগে করণের বাড়িতে আড্ডা মারতে গিয়ে বিয়ে করার কথা বলেছিলাম । করণই বলে বিয়ে করে নাও । বিয়ে করলে আমিই প্রথম ছবি ট্যুইট করব," এখনও মনে পড়লে হাসি পায় নেহার ।
advertisement
কিন্তু বিয়ের খবর লুকিয়ে রাখলেন কেন? অঙ্গদ বলেন, গোপন রাখার কোনও উদ্দেশ্য ছিল না । বিয়েটা শুধুই পরিসরেই রাখতে চেয়েছিলাম আমরা । একটা টি-শার্ট আর ট্র্যাকস্যুট নিয়ে যখন দিল্লি গিয়েছিলাম তখন জানতামই না বিয়ে করে ফিরব । শুধু একরাত কাটিয়ে ফিরে আসার কথা ছিল আমাদের ।
কীভাবে সব কিছু বদলে গেল একরাতে? নেহা জানাচ্ছেন, দিল্লি যাওয়ার পথেই নাকি বিয়ে নিয়ে আলোচনা শুরু হয় দুজনের । অঙ্গদ জানতেন নেহা বাবা, মাকে না জানিয়ে কিছুই করেন না । তাই বিয়ের প্রস্তাব নিয়ে একেবারে নেহার বাবা, মায়ের কাছেই পৌঁছে গিয়েছিলেন তিনি । নেহার বাবা, মা রাজি থাকলেও এমন হুট করে বিয়ে চাননি অঙ্গদের মা । আর পাঁচজন মায়ের মতো ছেলের ধুমধাম করে বিয়ে দিতেই চেয়েছিলেন তিনি । তবে অঙ্গদের বাবার শর্ত ছিল একটাই । ছেলের বিয়ের সময় গুরুদ্বারের বাইরে ওবি ভ্যানের লাইন তিনি চান না ।
আরও পড়ুন: মা হতে চলেছেন নেহা ধুপিয়া !
"এরপরই একেবারে বিয়ে সেরেই ট্যুইটারে পোস্ট করার সিদ্ধান্ত নিই আমরা । যদিও জানতাম বন্ধুরা জানলেই মারতে আসবে," দুষ্টু হেসেই জানান নেহা ।