আরও পড়ুনঃ সারারাত পিস ওয়ার্ল্ডে থাকবে উস্তাদ রাশিদ খানের মরদেহ, বুধে নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে
প্রোমোয় দেখা যাচ্ছে যে, র্যাপিড ফায়ার রাউন্ডে অভিনেত্রী নীতু কাপুরকে প্রশ্ন করতে দেখা যায় সঞ্চালক করণকে। তিনি জিজ্ঞাসা করেন, “বলিউডে নিজের সমকালীন একজনের নাম বলুন, যাঁর প্রতি আপনার সিক্রেট ক্রাশ ছিল।” সময় নষ্ট না করে নীতু বলেন, “শশী কাপুর।” যিনি আবার সম্পর্কে ঋষি কাপুরের কাকা। অর্থাৎ সম্পর্কে নীতুর কাকাশ্বশুর হন শশী কাপুর। এমন সটান জবাব শুনে রীতিমতো চমকে গিয়েছিলেন করণ। যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না। এমনকী এ-ও প্রশ্ন করে বসেন যে, “তার মানে নিজের কাকাশ্বশুরের প্রতি আপনার ক্রাশ ছিল?” নীতু বলেন, “হ্যাঁ।”
advertisement
এখানেই শেষ নয়, জিনাত আমনের ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন করতে দেখা যায় করণকে। সত্তরের দশকে অভিনেত্রী সবথেকে সাহসী কোন কাজ করেছেন, সেটা প্রকাশ্যে আনতে বলেন করণ। এই প্রশ্ন শুনে বর্ষীয়ান অভিনেত্রী জিনাত আমন বলেন, “আমি খুব একটা পার্টি করতাম না, কিন্তু বাঁধ যখন ভেঙে যায়, তখন সত্যিই তাকে আটকানো দায়।” তবে এরপরেই করণ তাঁর কাছে সেই সময়ের কথা বলেন, যখন তাঁর জীবনে একজনের আগমন ঘটেছিল। কিন্তু খুবই কায়দা করে সেই প্রশ্ন এড়িয়ে যান জিনাত।
প্রসঙ্গত কাজের বিষয়ে কথা বলতে গেলে নীতু কাপুরকে শেষ বার দেখা গিয়েছিল ‘যুগ যুগ জিও’ ছবিতে। তাঁর পাশাপাশি ছবিতে ছিলেন অনিল কাপুর, বরুণ ধাওয়ান এবং কিয়ারা আডবানি। আবার কাজের জগতে পিছিয়ে নেই জিনাত আমনও। মণীশ মালহোত্রার ডিরেক্টোরিয়াল ডেবিউ ‘বান টিক্কি’-তে দেখা যাবে তাঁকে। ওই ছবিতে তাঁর পাশাপাশি শাবানা আজমিকেও দেখা যাবে। যদিও এই দুই অভিনেত্রীকে আগেও ১৯৭৪ সালের ‘ইশক ইশক ইশক’ ছবিতে এবং ১৯৮২ সালের ‘অশান্তি’ ছবিতে দেখা গিয়েছে। ‘বান টিক্কি’ ছবিতে দেখা যাবে অভিনেতা অভয় দেওলকেও। মণীশ ইতিমধ্যেই এই তিন তারকার ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেছেন এবং এর সম্পর্কে সম্পূর্ণ তথ্যও ভাগ করে নিয়েছেন।