নাতনি এবং পুত্রবধূকে দেখে উচ্ছ্বসিত নীতু। হাসপাতাল থেকে বেরতেই পাপারাৎজির ভিড় ঘিরে ধরে তাঁকে। মা না বাবা? কার মতো দেখতে হয়েছে কাপুর পরিবারের লক্ষ্মীকে? প্রশ্ন ধেয়ে আসে নীতুর দিকে।
রণবীরের মায়ের উত্তর, "ও তো এখন খুবই ছোট। সবে জন্মেছে। ওকে কার মতো দেখতে, সেটা এখনই বলা মুশকিল। কিন্তু ও খুবই মিষ্টি।"
advertisement
আরও পড়ুন: 'আলিয়া ও সন্তান ভাল আছে'! সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রস্তুত ঠাকুমা নীতু কাপুর
আরও পড়ুন: আলিয়ার মা হওয়ার খবরে উচ্ছ্বসিত 'দাদু' করণ! পরের ছবির কাস্টিং রেডি, ঠাট্টা নেটিজেনের
শুধু তাই নয়। মা এবং সন্তান কেমন আছেন, তা-ও জানালেন নীতু। বললেন, দু'জনেই পুরোপুরি সুস্থ। অতএব চিন্তামুক্ত কাপুর এবং ভাট পরিবারের সদস্যরা। দুই পরিবারেই আপাতত খুশির মরশুম।
নীতু আরও বলেন, "রণবীর ও আলিয়ার জন্য আমি খুবই খুশি। আমাদের বংশ বাড়ুক। এবং এখন আমাকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রস্তুত করতে হবে। একজন ঠাকুমার ভূমিকা। এটি একটি দুর্দান্ত অভিষেক হতে যাচ্ছে আমার জীবনে।"