ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, লাল টকটকে বেনারসি, গা ভর্তি গয়না, মাথায় মুকুট, গলায় মালা পরে নিজেকে মেলে ধরেছেন তৃণা৷ নীলের পরনে ধুতি, পাঞ্জাবি, টোপর ও মালা৷ বর ও কনে দু’জনেই জোরকা ঝটকা গানের সঙ্গে নাচতে দেখা গেছে৷ বিয়ের দিনই নীল ও তৃণা একপ্রকার স্বীকার করে নিয়েছেন, বিয়ে মানেই সারাজীবনের শাস্তি৷ আর এই ভিডিও ভাইরাল হতেই তা নিয়ে চর্চা শুরু হয়েছে৷
advertisement
নীল ও তৃণাকে নিয়ে সবসময়েই কৌতুহল রয়েছে অনুরাগীদের৷ কিছুদিন আগেই নীল ও তৃণার সম্পর্ক নিয়ে জলঘোলা চলেছিল৷ শোনা গিয়েছিল, তাঁরা ভাল নেই, এমনকী তাঁরা একে অপরকে ডিভোর্সও দিতে চলেছেন এমন গুঞ্জনেও তোলপাড় হয়েছিল টলিপাড়া৷
আরও পড়ুন- ভুলেও ‘এই’ ৫ জিনিস ফেলবেন না হাত থেকে, হু হু বেরিয়ে যাবে টাকা, ভুগবেন চরম আর্থিক সঙ্কটে!
যদিও গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে আইসিসি ওয়ার্ল্ড কাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে ইডেনে একসঙ্গে হাজির হয়েছিলেন তাঁরা৷ সেখান থেকেই একটি রিল ভিডিও শেয়ার করে তুমুল ভাইরাল হয়েছিলেন তৃনীল জুটি৷ ফের বিয়ের পুরনো ভিডিও নিয়ে শিরোনামে উঠে এসেছেন টলিপাড়ার জনপ্রিয় জুটি৷