কবে আসবেন তাঁরা যুগল হয়ে?
নিউজ18 বাংলাকে নীল জানালেন, এখনও পর্যন্ত তেমন কোনও তথ্য তাঁর কাছে নেই। তিনি এইটুকুই জানেন যে তিনি তাঁর পুরনো নায়িকার সঙ্গে পর্দায় আসতে চলেছেন। শ্যুটিং শুরু হবে আগামী মাসের মাঝামাঝি। গল্প সম্পর্কেও কোনও ধারণা নেই তাঁর। তবে প্রেম তো আছেই। কী রূপে প্রেম আসবে, তার ধারণা নেই। 'কৃষ্ণকলি'র প্রযোজক সুশান্ত দাসের দৌলতেই তাঁরা আবার এক হচ্ছেন।
advertisement
আরও পড়ুন: শেষ হতে চলেছে ‘আয় তবে সহচরী’! কনীনিকার শারীরিক অবস্থা না, কারণ অন্য...
কিন্তু মনে ভয় কাজ করছে কি? 'কৃষ্ণকলি'র সাফল্য়ের পর যদি নতুন ধারাবাহিককে বারবার আগের ধারাবাহিকের সঙ্গে তুলনা করা হয়? যদি দর্শক নীল-তিয়াসাকে নতুন রূপে মেনে না নেন?
আরও পড়ুন: শেষ হইয়াও হইল না শেষ, 'মন ফাগুন', 'উমা'য় এখনও মন পড়ে দর্শকের, TRP তালিকায় চমক
নীল জানালেন, তিনি নেতিবাচক ভাবনাকে মনে স্থান দিতে রাজি নন। তিনি এবং তিয়াসা নিজেদের একশো শতাংশ দিয়ে চেষ্টা করবেন নতুন চরিত্রগুলিকে বিশ্বাসযোগ্য করে তুলতে। তাঁর কথায়, ''শাহরুখ খান আর কাজল তো একাধিক বার পর্দায় জুটি বেঁধেছেন। প্রতি বারই হিট দিয়েছেন। আমি বলছি না, তিয়াসা আর আমি পর্দায় এলেই হিট হব। কিন্তু চেষ্টা তো করবই। সব থেকে বড় কথা, হিট আর ফ্লপ তো এখন বলিউডের বড় বড় প্রযোজক, তারকারাও নির্ধারণ করতে পারছেন না। তা বলে কি ছবি বানানো বন্ধ হয়ে যাচ্ছে? কোনও দিনও না। আমরাও চালিয়ে যাব। নিশ্চয়ই সফল হব।''